December 22, 2024

ইটাহার এ ঐতিহ্যবাহী স্নামীনাথ পূজার আয়োজনকে ঘিরে বিশাল মেলা বসেছে

1 min read

 

ইটাহার এ ঐতিহ্যবাহী স্নামীনাথ পূজার আয়োজনকে ঘিরে বিশাল মেলা বসেছে

বিপ্লব চাকির রিপোর্ট ১৬ই মে ইটাহার: করোনা মোকাবিলায় প্রায় দুই বছর মেলা ও উৎসবের আয়োজন বন্ধ থাকলেও অবশেষে বুদ্ধ পূর্ণিমা তিথিতে ইটাহার সহ জেলার ঐতিহ্যবাহী স্নামীনাথ পূজার আয়োজনকে ঘিরে বিশাল মেলা বসেছে ইটাহারে। জানা গেছে ইটাহার থানার দুর্গাপুর ভূপালপুর রাজবাড়ীর তৎকালীন জমিদার ভূপাল চন্দ্র রায় চৌধুরীর আমলে স্বপ্ন আদেশে রাজবাড়ী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইটাহার থানার দুর্গাপুর হাঁসুয়া গ্রামে বাংলা ১৩২১ সালে ২৫শে বৈশাখ সামিনাথ মন্দির স্থাপন করেন স্বর্গীয় দুর্গা রানী রায় চৌধুরী, তৎকালীন রাজবাড়ী প্রথা অনুসারে সামিনাথ মন্দির স্থাপন করলে

 

ভগবান শ্রীকৃষ্ণ পুজিত হয় স্বামীনাথ হিসেবে চারদিন ধরে চলা স্বামীনাথ পূজার আয়োজন কে ঘিরে বিশাল মেলার আয়োজন শুরু হলেও বর্তমানে ভূপাল চন্দ্র রায় চৌধুরীর বংশধরেরা স্নামীনাথ পূজার আয়োজন করে থাকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে। রাজবাড়ী বংশ ধর অভিষেক রায় চৌধুরী বলেন দীর্ঘ কয়েক বছর ধরে এই সামিনাথ পূজার আয়োজন করা হলেও বিগত দুই বছর করোনা মোকাবিলায় মন্দিরের গেট বন্ধ করে নিয়ম মেনে পূজা করা হলেও এবছর পূজার আয়োজন করা হয়েছে নিয়ম রৃতি মেনে চারদিন পূজা পূজা করা হলেও সারা বছর স্নামীনাথ মন্দিরে প্রতিদিন পূজার আয়োজন করা হয়

এবারে পূজার আয়োজন কে ঘিরে সাধারণ মানুষ সহ ভক্তদের সমাগম ভালো দেখা গেছে, সাধারণ মানুষ কে সব ধরনের সহযোগিতা করার জন্য সব ধরনের ব্যাবস্থা করা হয়েছে। চার দিনের স্বামীনাথ পূজার আয়োজন কে ঘিরে এলাকায় বিশাল মেলা বসে রকমারি দোকান পাট থেকে শুরু করে নাগরদোলা সহ অন্যান্য দোকান পাট সাজিয়ে বসেছে মেলা প্রাঙ্গণে প্রায় দশ ধরে এই মেলা ও পূজার আয়োজন কে জেলা সহ অন্যান্য জেলার বহু সাধারণ মানুষের সমাগম ঘটে মন্দির ও মেলা প্রাঙ্গণে, ফলে ইটাহার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যাবস্থা করা হয় মেলা প্রাঙ্গণে।

সোমবার স্বামীনাথের পূজার আয়োজন কে ঘিরে বিকেল নাগাদ হাঁসুয়া গ্রামে স্বামিনাথ মন্দিরে যান ইটাহার বিধান সভার তৃণমূলের বিধায়ক মোশারফ হোসেন সহ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিন মন্দির প্রাঙ্গণে রাজবাড়ী পরিবারের সঙ্গে কথা বলা ও মন্দির প্রাঙ্গণে প্রতিমা পরিদর্শন করেন বিধায়ক মোশারফ হোসেন পাশাপাশি মেলা প্রাঙ্গণে কিছু সময় ঘোরা ঘুরি করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিধায়ক মোশারফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *