ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন বাঘন এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কে মানব বন্ধ কর্মসূচীর মাধ্যমে রাজ্য সরকারের ১১ বছর পূর্তি দিবস পালন করা হচ্ছে
1 min readভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন বাঘন এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কে মানব বন্ধ কর্মসূচীর মাধ্যমে রাজ্য সরকারের ১১ বছর পূর্তি দিবস পালন করা হচ্ছে
উন্নয়নের পথে ১১ বছর এই বার্তাকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্য জুড়্র রাজ্য সরকারের ১১ বছর পূর্তি দিবস পালন করা হচ্ছে সরকারি ভাবে।সেই মতাবেক বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে শহর ঘেষা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধিন বাঘন এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কে মানব বন্ধ কর্মসূচীর আয়োজন করা হয়।
পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমূখি প্রকল্প গুলি ব্যানারে মাধ্যমে তুলে ধরা হয়।এদিন মানব বন্ধন কর্মসূচী উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,যুগ্ম বিডিও সন্দিপন দে,জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবসর্মা,পঞ্চায়েত সমিতির প্রক্তন সভাপতি নিতাই বৈশ্য,হীরন্ময় সরকার সহ অন্যান্যরা। এদিনের মানব বন্ধন কর্মসূচীতে কয়েক শাধিক পুরষ ও মহিলারা অংশ গ্রহণ করে।