December 23, 2024

কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকায় নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবার উদ্যোগ-

1 min read

কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকায় নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবার উদ্যোগ-

পন চক্রবর্তী,কালিয়াগঞ্জ৫মে:কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর ব্যাপক উদ্যোগ গ্রহণ করল। জানা যায় এই কাজের জন্য রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কালিয়াগঞ্জ ব্লকের গ্রামাঞ্চলে ১৬ টি ওভারহেড ট্যাংক নির্মাণ করবে।এই ওভারহেড ট্যাংকে জল তুলতে নুতন করে তৈরি হবে ১৮টি পাম্পিং স্টেশন।

এসব ছাড়াও কালিয়াগঞ্জ ব্লকের স্বল্প জনবসতিপূর্ণ গ্রামগুলির জন্য নির্মাণ করা হবে অতিরিক্ত আরো ২৮টি।মিনি ওভারহেড ট্যাংক। জানা যায় আগামী ২০২৪ সালের মধ্যে এই জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি গ্রামের মানুষদের বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ ব্লকের ১৯২ টি মৌজার সমস্ত গ্রামে নল বাহিত জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ব্লক প্রশাসন।ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই কাজগুলি করবে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন কালিয়াগঞ্জ ব্লকের ,৮টি গ্রাম পঞ্চায়েতে এই কাজ করবার জন্য ইতিমধ্যেই জমি পছন্দ করবার কাজ ইতিমধ্যেই অনেকদূর এগিয়ে গেছে।যদিও বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেন তৃণমূলের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি আগামী ২০২৩সালের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত কে পাখির চোখ করে গ্রামের মানুষদের নির্বাচনের আগে স্রেফ ললিপপ দেখাচ্ছে বলেই তার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন যদি গ্রামের মানুষদের নলবাহিত পরিশ্রুত পানীয় জল দেবার ইচ্ছায় থাকতো তাহলে বিগত চার বছরের মধ্যে এই জল স্বপ্ন প্রকল্পের কাজ শুরু করা হলো না কেন?কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন?

6 thoughts on “কালিয়াগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকায় নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবার উদ্যোগ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *