কালিয়াগঞ্জ শহরে পৌর সভার উদ্যোগে ওয়াচ টাওয়ার বসানোর প্রস্তুতি শুরু
1 min readকালিয়াগঞ্জ শহরে পৌর সভার উদ্যোগে ওয়াচ টাওয়ার বসানোর প্রস্তুতি শুরু
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৫ মে:কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সুকান্ত মোড়ে পৌর সভার উদ্যোগে ওয়াচ টাওয়ার বসানোর প্রস্তুতি শুরু হয়ে গেল।কালিয়াগঞ্জ পৌর সভার উদ্যোগে কালিয়াগঞ্জের উপর দিয়ে যাওয়া রায়গঞ্জ বালুরঘাট ১০ নম্বর রাজ্য সরকের সুকান্ত মোড়ে গ্রিন সিটি প্রকল্পের অধীনে এই ওয়াচ টাওয়ার বসানো হচ্ছে বলে কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা রাম নিবাস সাহা জানান।
পৌর পিতা রাম নিবাস সাহা বলেন কালিয়াগঞ্জ শহরে গ্রিন সিটি প্রকল্পের অধীনে বেশ কিছু কাজ চলছে।এই ওয়াচ টাওয়ার তারই অঙ্গ হিসাবে হচ্ছে।কালিয়াগঞ্জ শহরে ইতিমধ্যেই ৮কোটি টাকার গ্রিন সিটির কাজ চলছে বলে তিনি জানান।এই ওয়াচ টাওয়ার তৈরি করতে ব্যয় হবে ১৫ লক্ষ টাকা।তিনি বলেন তিরিশ ফিট উচ্চতা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারের তিন দিকে তিনটি সুদৃশ্য বড় ঘড়ি বসানো হবে।পৌর পিতা রাম নিবাস সাহা বলেন আগামী একমাসের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানান।কালিয়াগঞ্জ পৌর সভার নুতন পৌর পিতা দায়িত্ব পাবার পর তিনি যে ভাবে শহরের উন্নয়নে নজর দিয়েছেন তাতে পৌর নাগরিকগণ স্বভাবতই খুশি।