December 23, 2024

কিছুই করতে পারবেন না দিদি,করোনা কমলেই কার্যকর সিএএ উত্তরবঙ্গে অমিত শাহ

1 min read

কিছুই করতে পারবেন না দিদি,করোনা কমলেই কার্যকর সিএএ উত্তরবঙ্গে অমিত শাহ

ফের সিএএ নিয়ে মন্তব্য করলেন অমিত শাহ। বৃহস্পতিবার উত্তরবঙ্গে একটি জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি সিএএ প্রসঙ্গ তোলেন। অমিত শাহ জোরের সঙ্গে বলেন, এক বার করোনা প্রকোপ কমলেই সিএএ কার্যকর করা হবে।

 

শাহ বলেন, “করোনা কালের পরেই কার্যকর করা হবে সিএএ। আপনি তখন কিছুই করতে পারবেন না দিদি। সিএএ নিয়ে তৃণমূল মিথ্যাচার করছে৷ করোনা শেষ হলেই সিএএ আসবে, বলে গেলাম। অনুপ্রবেশকারী পক্ষে মমতা, শরণার্থীদের নাগরিকত্ব আমরা দেবই।”উত্তরবঙ্গের সভার শুরুতেই এ দিন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান অমিত শাহ। তিনি বলেন, “আমি বাংলা তথা উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ জানাতে চাই।

এ বারে বিধানসভা নির্বাচনে আমরা তিন বিধায়ক থেকে ৭৭ বিধায়কের অঙ্কে পৌঁছে গিয়েছি। বিজেপি আলাদা করে এ রাজ্যে ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছে। গ্রাম বাংলার মানুষ ভোট দিয়ে বিজেপিকে মজবুত করেছেন।”পাশাপাশি, আলাদা করে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন শাহ। তিনি বলেন, “দিদি, যতদিন বাংলার মানুষের উপর অত্যাচার বন্ধ না করবেন, বিজেপি লড়বে।

আমরা মানুষের রায় মেনে নিয়েছি, ভেবেছিলাম মমতা দিদি মনে হয় এ বার শুধরে যাবেন। কিন্তু এক বছর দেখেছি, বাংলায় কোনও অত্যাচার কমেন। কাটমানি বন্ধ হয়নি। দুর্নীতিও চলছে।” আলাদা করে উত্তরবঙ্গ নিয়ে অমিত শাহের আক্রমণ, উত্তরবঙ্গকে অবহেলা করছেন মমতা দিদি। সবসময় অবহেলা করেছেন।

উত্তরবঙ্গকে আলাদা করে প্রকৃত মর্যাদা দিয়েছে বিজেপি। আগামী দিনেও দেবে।উল্লেখ্য, এর আগেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলে আওয়াজ তুলেছেন বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ। সেই দাবিকে ওই সভাস্থল থেকে পরোক্ষে সমর্থন করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পরে উত্তরবঙ্গ নিয়ে অমিত শাহের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *