সিপিআই (এম-এল) লিবারেশন পার্টির রায়গঞ্জ লোকাল কমিটির সম্মেলন
1 min read
সুচন্দন
কর্মকার–রবিবার অনুষ্ঠিত হল সিপিআই (এম-এল) লিবারেশন পার্টির রায়গঞ্জ লোকাল কমিটির সম্মেলন রায়গঞ্জের কর্ণজোড়ার কালিবাড়ীতে ।
কর্মকার–রবিবার অনুষ্ঠিত হল সিপিআই (এম-এল) লিবারেশন পার্টির রায়গঞ্জ লোকাল কমিটির সম্মেলন রায়গঞ্জের কর্ণজোড়ার কালিবাড়ীতে ।
সম্মেলনে ১০-সেপ্টেম্বর ভারত
বনধ্ কে পূর্ণ সমর্থন করে প্রস্তাব গৃহীত হয়।
আগামীকাল পথে নেমে বন্ধ পালন করা হবে । এছাড়াও পূর্বের কমিটি ভেঙে দুটি
লোকাল কমিটি করা হয়েছে। রায়গঞ্জ শহর লোকালের সম্পাদক নির্বাচিত হয়েছেন গনেশ
সরকার এবং রায়গঞ্জ উত্তর লোকালের সম্পাদক হয়েছেন রমানাথ দাস। উপস্থিত ছিলেন রাজ্য
নেতা কমরেড তসলিম আলি, জেলা নেতা ব্রজেন সরকার, গনেশ
সরকার সহ প্রমুখ নেতৃবৃন্দ।