কালিয়াগঞ্জ চ্যাম্পিয়ান লীগ নক আউটের ফাইনালে রাতন নিউ সংস্কৃতিক সংঘ ১–০গোলে ভান্ডার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান
1 min readছবি ঃসত্যেন মহন্ত (তুফান) |
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ চ্যাম্পিয়ান নাক-আউট ফুটবলের ফাইনাল খেলায় রাতন নিউ সাংস্কৃতিক সংঘ ১–০ গোলে ভান্ডার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ানের মর্যাদা লাভ করলো।খেলার প্রথমার্ধে রাতন নিউ সাংস্কৃতিক সংঘের সৌরভ দেবশর্মার একটি দর্শনীয় গোলে দলকে এগিয়ে রাখে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছবি ঃসত্যেন মহন্ত (তুফান) |
কিন্তূ ভান্ডার একাদশ ভালো খেলেও তা পরিশোধ করবার আর সুযোগ পায়নি।গত একমাস ধরে প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের ব্যাবস্থাপনায় স্বর্গীয় কমলা রানী ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ান লীগ নক-আউট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ।
ছবি ঃসত্যেন মহন্ত (তুফান) |
উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক পাল,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহ-সভাপতি তপন দেবসিংহ,এজাবুল হক।প্লে-ওয়ার্ল্ড কোচিং ক্যামের সম্পাদক তরুণ গুহ জানান এই খেলায় বেস্ট গোলকিপারের পুরস্কার পান মানিক গোস্বামী, ম্যান অফ দা টুর্নামেন্ট হন গনেশ রাউৎ, ম্যান অফ দা ম্যাচ সৌরভ দেবশর্মাকে পুরস্কৃত করা হয়।উভয় দলের প্রত্যেক খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
ফাইনাল খেলা দেখবার জন্য দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মত।খেলাকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});