January 4, 2025

বিনোদনের ক্ষেত্রে চারুলতা অন লাইন পেজ এক অভিনব উদ্যোগ

1 min read

বিনোদনের ক্ষেত্রে চারুলতা অন লাইন পেজ এক অভিনব উদ্যোগ

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ২০এপ্রিল:দেশের যুব সমাজ যখন বিভিন্ন কারনে বিপথগামী।ঠিক সেই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রামের সংস্কৃতিমনা যুবক গৌড় ভক্ত রায় এক অভিনব উদ্যোগ নিয়ে উদ্যোগী হল।জেলা তথা জেলার বাইরের বিভিন্ন শিল্পী,সাহিত্যিক,কবি,সঙ্গীতশিল্পী,নৃত্য শিল্পী,বাচিক শিল্পী,বিশিষ্ট চিকিৎসক,বিশিষ্ট আইনজীবী সহ গুণীজনদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সন্মানিত করার ক্ষেত্রে “চারুলতা” অন লাইন পেজের মাধ্যমে সবাইকে সাংস্কৃতিক মেলবন্ধনে আবদ্ধ করবার এক নতুন অভিনব উদ্যোগ গ্রহন।

যা আজকের দিনে এক কথায় অভিনন্দনযোগ্য প্রয়াস নিঃসন্দেহে বলা যেতে পারে। চারুলতার প্রতিষ্ঠাতা সম্পাদক গৌর ভক্ত রায় এক সাক্ষাৎকারে জানান ইতি মধ্যেই তিনি তার অনুসন্ধানী ভাবনার মাধ্যমে ১৫জন নিজ নিজ ক্ষেত্রে সমাজের বিশিষ্ট শিক্ষক,

 

 

১০জন সাহিত্যিক,৪জন সঙ্গীতজ্ঞ, ৪জন নৃত্য শিল্পী,৪জন বাচিক শিল্পী,৪জন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিকদের নিয়ে তাদের বিভিন্ন ভাবে উৎসাহিত করবার জন্য বিভিন্ন ভাবে কাজ শুরু করে দিয়েছেন যাদের উজ্বল উপস্থিতি “চারুলতা”অন লাইন পেজকে সমৃদ্ধ করতে সাহায্য করবে।চারুলতাকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সমস্ত সংস্কৃতিমনা বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের কাছে তার আবেদন তিনি বিশ্বাস করেন এই অভিনব কাজে সবাই তার ভাবনায় ভাবিত হয়ে দুহাত ভরে আশীর্বাদ ও সহযোগীতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *