স্বামীজীর শিকাগো ধর্মসম্মেলনের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বেলুড় মঠে উপস্থিত মুখ্যমন্ত্রী:
1 min read
–
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কৌশিক ঘোষ,হাওড়া:১১সেপ্টেম্বর দুপুরে বেলুড়মঠে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্ততার ১২৫ বছরের অনুষ্ঠান পালিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,কোলকাতার ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ব্রুস ব্রাকনেল,বিধায়ক বৈশালী ডালমিয়া, রামকৃষ্ণমঠ মিশন বেলুড় মঠের মহারাজগন,ও হাওড়া পৌরনিগমের পৌরপ্রতিনীধিরা সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শিকাগো সম্মেলনে তার যোগ দিতে না পারার জন্য পরোক্ষে বিজেপির চক্রান্ত কেই দায়ী করেন। এদিন বেলুড়মঠে আটোশাটো নিরাপত্তা
ব্যবস্থা লক্ষ করা গেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});