কমল কুমার বিশ্বাস ,বালুরঘাট 15ই সেপ্টেম্বর:-নিশ্চিত মৃত্যুর হাত থেকে শিশুকে বাঁচিয়ে অনন্য নজির গড়লো বালুরঘাট জেলা হাসপাতাল l প্রসঙ্গত গত 10ই সেপ্টেম্বর তপন ব্লকের মহাদেবপুর গ্রামের দুই বছর ছয় মাসের সাকিব সরকার নামে এক শিশুকে সাপে কাটে l প্রাথমিক অবস্থায় শিশুটির বাড়ির লোকজন বুঝতেই পারেনি যে শিশুটিকে সাপ কামড়েছে l
রাত গড়াতেই পুত্র সাকিব এর শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে পিতা রুবেল সরকার তার ছেলেকে নিয়ে তড়িঘড়ি তপন গ্রামীণ হাসপাতালে গেলে শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে বালুরঘাট হাসপাতালে রেফার করে l গত 11ই সেপ্টেম্বর শিশুটিকে সকাল সাড়ে নয়টা নাগাদ বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন শিশুটির পরিবার l কর্তব্যরত চিকিৎসক ডঃ সমীরণ পুরোকাইত জানান শিশুটিকে যখন হাসপাতালে ভর্তি করানো হয় তখন সে মৃতপ্রায় ,শ্বাস প্রস্বাস প্রায় বন্ধ ,এমনকি শিশুটির ভেইন এ বিষক্রিয়া ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো একপ্রকার অসম্ভব ছিল l
তারপর বালুরঘাট জেলা হাসপাতালে শিশুদের কৃত্তিম ভেন্টিলেশানেরও কোনো ব্যবস্থা নেই ,এমনকি আশেপাশের জেলা গুলিতেও নেই l এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের চেষ্টা করা ছাড়া কোনো পথ ছিলোনা l হাসপাতালে কর্তব্যরত নার্স ও অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে শুরু হয়েছিল এক হার না মানা লড়াই l
প্রত্যেকের মধ্যে একটা জেদ চলে আসে যে,যে করেই হোক শিশুটিকে বাঁচিয়ে তুলবোই lটানা 7 ঘন্টা একনাগাড়ে চলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে জীবন ফিরিয়ে দেয়ার লড়াই l কৃত্তিম ভাবে ফুসফুসে অক্সিজেন পাঠিয়ে শিশুটির চিকিৎসা শুরু হয় l শিশুটিকে বাঁচাতে গিয়ে অন্য কোথাও যেতেও পারেন নি ডঃ সমীরণ পুরোকাইত এর নেতৃত্বাধীন মেডিক্যাল টিম l অবশেষে শিশুটির স্বাভাবিক শ্বাস প্রস্বাস চালু হয় এবং চিকিৎসায় সারা দেয়া শুরুকরে l বাধনহারা উচ্ছ্বাস দেখা যায় পুরো টিমের চোখে মুখে l শিশুটি এখনো বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি l আগামীকাল সুস্থ শরীরে রিলিজ পাবার কথা l
এপ্রসঙ্গে শিশুটির পিত রুবেল সরকার জানান ,ডাক্তার যে ভগবানের রূপ তা শুনেছিলাম ,আজ চাক্ষুস করলাম l ডাক্তার বাবু আমার ছেলেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলেছেন l তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই l বালুরঘাট জেলা হাসপাতালের সুপার তপন বিশ্বাস জানিয়েছেন ,আমাদের হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অদম্য জেদ ও হার না মানা মানসিকতার কাছে হার মানলো মৃত্যু l আমরা সকলেই গর্বিত l