ক্ষেত নদী উৎসবের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী
1 min read
বিনোদ রুংটা পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক নিবিড়
করতে রবিবার ইসলামপুর
হাই স্কুল ময়দানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ক্ষেত নদী উৎসবের সূচনা করলেন রাজ্যের
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ।
করতে রবিবার ইসলামপুর
হাই স্কুল ময়দানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ক্ষেত নদী উৎসবের সূচনা করলেন রাজ্যের
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী ।
এদিন ক্ষেত নদী উৎসবের অনুষ্ঠানে উত্তর
দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, এসডিপিও সোমনাথ
ঝা, অতিরিক্ত পুলিশ
সুপার কার্তিক চন্দ্র মন্ডল, এসডিও মনীশ মিশ্র সহ অন্যন্যরাও উপস্থিত।
দিনাজপুরের জেলা পুলিশ সুপার সুমিত কুমার, ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, এসডিপিও সোমনাথ
ঝা, অতিরিক্ত পুলিশ
সুপার কার্তিক চন্দ্র মন্ডল, এসডিও মনীশ মিশ্র সহ অন্যন্যরাও উপস্থিত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠান মঞ্চে
প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ওড়ানোর
মধ্য দিয়ে ক্ষেত নদী উৎসবের সূচনা হয়। এই উৎসবের অন্তর্ভুক্ত ইসলামপুর থানা ও জেলা
পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল নক আউটের উদ্বোধনী ম্যাচে মাটিকুন্দা অগ্নি
সংঘের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে
নামে অলিগঞ্জ আদিবাসীপাড়া স্পোর্টিং ক্লাব।
প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ওড়ানোর
মধ্য দিয়ে ক্ষেত নদী উৎসবের সূচনা হয়। এই উৎসবের অন্তর্ভুক্ত ইসলামপুর থানা ও জেলা
পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল নক আউটের উদ্বোধনী ম্যাচে মাটিকুন্দা অগ্নি
সংঘের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাঠে
নামে অলিগঞ্জ আদিবাসীপাড়া স্পোর্টিং ক্লাব।
প্রথমার্ধেই শ্যামল মার্ডি ও মহেন্দ্র
মার্ডির দুটি করে গোল এবং সুকু হেমরমের একটি গোলের সুবাদে ৫-০ ব্যবধানে এগিয়ে যায়
অলিগঞ্জ আদিবাসীপাড়া স্পোর্টিং। উত্তর দিনাজপুরের ৫০০ ক্লাবকে অংশগ্রহণ করার
অনুরোধ জানানো হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে।
মার্ডির দুটি করে গোল এবং সুকু হেমরমের একটি গোলের সুবাদে ৫-০ ব্যবধানে এগিয়ে যায়
অলিগঞ্জ আদিবাসীপাড়া স্পোর্টিং। উত্তর দিনাজপুরের ৫০০ ক্লাবকে অংশগ্রহণ করার
অনুরোধ জানানো হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে।
উদ্বোধনী মঞ্চ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী
প্রত্যেক ক্লাবকে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জেলা পুলিশ সুপার ঘোষণা
করেছেন।
প্রত্যেক ক্লাবকে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে জেলা পুলিশ সুপার ঘোষণা
করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});