তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ-কথায় বলে নিজের খেয়ে বনের মোশ তাড়ানো অনেকেরই স্বভাব থাকে।ঠিক এই ধরনের স্বভাবের মানুষ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের টাউন ক্লাবের সাধারন সম্পাদক অরিজিৎ ঘোষ।অরিজিৎ বাবুর স্বপ্ন নিজেকে নিয়ে নয়।তার দীর্ঘ দিনের স্বপ্ন উত্তর দিনাজপুর জেলার গ্রামে গঞ্জে বহু প্রতিভাবান এমন অনেক ফুটবল খেলোয়াড় আছে যাদেরকে নিয়ে একটু ঘষামাজা করলেই তার স্বপ্ন সফল হবেই।তাই রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে প্রতিদিন সকাল হতেই রায়গঞ্জের আশেপাশের গ্রামের ছেলেদের নিয়ে রায়গঞ্জ টাউন ক্লাবের মাঠে নিজের পকেটের পয়সা খরচ করে গ্রামের ছেলেদের নিয়ে রোজকার নিয়মে ফুটবল কোচ অরিজিৎ ঘোষ শিত,গ্রীষ্য বর্ষাকে উপেক্ষা করে ফুটবল কোচের দায়িত্ব পালন করে আসছে বর্ষীয়ান ফুটবল কোচ মোহন সেনগুপ্তের হাত ধরে।অরিজিৎ বাবু মঙ্গলবার সকাল রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে এক সাক্ষাৎকারে গ্রামের ফুটবল খেলোয়াড়দের ফুটবল কোচ দেবার ফাঁকে ফাঁকে বলেন আমি একজন ফুটবলার হয়েও সমাজকে কিছু দিতে পারিনি।উত্তর দিনাজপুর থেকে যদি কিছু ভালো ফুটবল খেলোয়াড় তৈরী করতে পারি তবেই আমার ফুটবল জীবন স্বার্থক হতে পারে বলে তিনি মনে করেন।তিনি বলেন মোহন সেনগুপ্তের মত একজন বর্ষীয়ান কোচের সংস্পর্শে আমি থাকায় আমার ধারনা আমার স্বপ্ন সফল হবেই।
ফুটবল কোচ আরিজিৎবাবু কথায় কথায় জানালেন বাবা রেলের চাকরী সূত্রে গৌহাটি মালিগাঁও থাকার সুবাদে সে দীর্ঘ দিন মালিগাঁও ছিলেন।তাদের পরিবার ছিল খেলাধুলার পরিবার।বাবা প্রয়াত কমল কৃষ্ণ ঘোষ ছিলেন আসামের নামকরা কয়েকজন ফুটবলারদের মধ্যে অন্যতম ফুটবল খেলোয়াড়।গৌহাটিতে অনু ঘোষ ফুটবল খেলোয়াড় বলেই এক ডাকে সবাই চেনে।
দাদা অভিজিৎ ঘোষ আসাম বাস্কেট বল টিমের প্রতিষ্ঠিত খেলোয়ার।বর্তমানে দাদা এন এফ রেলের বাস্কেট বল টিমের অবজারভারের দায়িত্বে।অরিজিৎ বাবু বলেন মালিগাঁও কোচিং ক্যাম্পে কোচ নেবার সুবাদে১৯৮৬-৮৭সালে ৪৫দিনের ফুটবল কোচ নেবার তার সৌভাগ্য হয়েছিল প্রখ্যাত ফুটবলার পি কে ব্যানার্জি,মেওয়ালাল ও বলরামের কাছ থেকে।এটা তার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা বলেই তিনি মনে করেন।অরিজিৎ বাবু বলেন তিনি ৯বছর গৌহাটি লিগে এ ডিভিশনে স্পোর্টিং ইউনিয়ন,গৌহাটি বিশ্ব বিদ্যালয় ও বড়দৌলই ট্রফিতে ,আসাম রাজ্য দলে খেলার সুযোগ পেয়েছিলেন।
পরবর্তীতে তিনি রায়গঞ্জে চলে আসেন।মনস্থির করেন তিনি ফুটবল আর না খেলে উত্তর দিনাজপুর জেলার ক্লাব ফুটবলের মাধ্যমে কোচ হিসেবে কাজ করবেন।বর্তমানে রায়গঞ্জ টাউন ক্লাব ও স্পোর্টস ক্লাব মিলে এক সাথে টাউন ক্লাব মাঠে সকাল ৮টা থেকে ফুটবল কোচিং ক্যাম্প শুরু হয় প্রতিদিন।বর্তমানে ৬০জনের মত কোচ নিয়ে থাকে।তবে ২০-২৫জন প্রতিদিন কোচ নিতে আসে।যারা আসে তারা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলেরা।
ফুটবল কোচ তথা রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক ও উত্তর দিনাজপুর জেলা টেবিল টেনিস এসোসিয়েশনের সম্পাদক অরিজিৎ বাবু জেলার ফুটবলের উন্নয়নের স্বার্থে রায়গঞ্জে একটি রেসিডেন্সিয়াল ফুটবল কোচিং ক্যাম্পের প্রয়োজন।রাজ্য সরকারের এ বিষয়ে এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন।তিনি বলেন রায়গঞ্জ পৌর সভার পৌর পিতা সন্দীপ বিশ্বাস যদিও আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ টাউন ক্লাবের মাঠের উন্নয়নে তিনি পৌর সভার পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।রায়গঞ্জ টাউন ক্লাব ও স্পোর্টস ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্পের মাধ্যমে কতজন ভালো ফুটবলার তৈরী করতে পেরেছেন এক প্রশ্নের উত্তরে অরিজিৎ বাবু বলেন বিগত ১০ থেকে ১৪বছরের মধ্যে তাদের কোচিং ক্যাম্পের মাধ্যমে অনুর্ধ ১৭বছর বয়সের রোহান দর্জি,সুমন জমাদার,রাজীব ঠাকুর, ও সিনিয়রদের মধ্যে শুভঙ্কর রায়,জয়রাম সোরেন ও করন দর্জি ও বিশ্ব নাথ হাসদার মত বেশ কিছু খেলোয়াড়দের তৈরী করতে পেরেছেন।
ওরা সবাই দরিদ্র পরিবার থেকে আসা।ওরা কলকাতায় যাবার মাঝে মধ্যে ডাক পেলেও নিজেরাই যেতেএ চায়না।উত্তর দিনাজপুর জেলাতে থেকেই এরা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে আয়ের একটা পথ তৈরী করতে পেরেছে বলে অরিজিৎ বাবু জানান।খেলোয়াড় অরিজিৎ বাবু আবার সমাজ সেবার নেশাও তাকে মেয়ে বসেছে।তিনি থ্যালাসেমিয়া রোগীদের সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজের সাথেও তিনি যুক্ত।অরিজিৎ বাবু বলেন তাদের রায়গঞ্জ টাউনক্লাবের মাধ্যমে আগামী ডিসেম্বর মাসে রায়গঞ্জ টাউন ক্লাবের উদ্যোগে উত্তরবঙ্গের মধ্যে সারাজাগানো কুলদাকান্ত ফুটবল টুর্নামেন্ট তারা নামিয়ে থাকে।
এ বছর সামনের ডিসেম্বর মাসে ৮৫বছর পূর্ণ হবে তার।পূর্বে একমাস ধরে এই টুর্নামেন্ট চলায় রায়গঞ্জে যেন ফুটবল উৎসবে পরিণত হত।কিন্তু বর্তমানে তা নয় দিন ধরে করা হয়ে থাকে।ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার ব্যাপক প্রস্তুতি।