কালিয়াগঞ্জ আন্তঃ বিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ান বরুনা প্রাণ প্রিয়–
1 min read
“তপন চক্রবর্তী-বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ আন্তঃ ফুটবল জোনাল ফুটবল টুর্নামেন্টে ৪–০গোলে তরঙ্গ পুর এন কে উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো বরুনা প্রান প্রিয় উচ্চ বিদ্যালয়।খেলার প্রথমার্ধে বড়াল প্রাণ প্রিয় বিদ্যালয়ের সুন্দর পাহান দুই গোলে দলকে এগিয়ে নিয়ে যায়।পরবর্তীতে খেলার দ্বিতীয়ার্ধে বরুনা প্রান প্রিয় বিদ্যালয়ের বিপ্লব কিসকু ও সুজন পাহান ১টি করে গোল দেয়।তরঙ্গ পুর উচ্চ বিদ্যালয় গোল করবার সুযোগ পেয়েই তা হাতছাড়া করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি তুলে দেন বড়াল হরলাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী, তরঙ্গ পুর এন কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস দাস,পার্থ তালুকদার,তরুণ গুহ,এজাবুল হক,অমিয় কুমার সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ।কালিয়াগঞ্জ আন্তঃ বিদ্যালয় জোনাল ফুটবল খেলায় মোট ৮বিদ্যালয় অংশগ্রহণ করে বলে বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচী জানান।ফুটবল খেলা দেখার জন্য ব্যাপক মানুষের ভীড় হয়।