পুলিশকে গাছে বেঁধে পিটানোর মন্তব্য করায় গ্রেপ্তার বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী ।
1 min read
পুলিশকে গাছে বেঁধে পিটানোর মন্তব্য করায় গ্রেপ্তার বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী ।
পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুর
পুলিশ পিটানোর নিদানের জন্য বোতলবাডি এলাকা থেকে গ্রেপ্তার করা হলো বিজেপি জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে। উল্লিখিত দডিভেটা এলাকায় হাইস্কুল মাঠে দাড়িয়ে একটি সভা থেকে পুলিশের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য করে বসছিলেন উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী। তিনি প্রকাশ্যেই পুলিশকে পেটানোর হুমকি দিয়েছিলেন ।
দেখুন সেই ভিডিও যার জন্য গ্রেপ্তার হতে হলো শঙ্কর চক্রবর্তীকে
পুলিশকে তীব্র কটাক্ষ করে তিনি জানান, পুলিশ যদি বেআইনিভাবে কাউকে গ্রেফতার করে, তাহলে তাদের গাছে বেঁধে পেটান। পুলিশ যাতে গ্রামে না ঢোকে তার জন্য গ্রামবাসীদেরই রুখে দাঁড়াতে বলেছেন তিনি। এমনকি গোটা এলাকায় আগুন জ্বালানো পিছনে পুলিশই দায়ী বলে মন্তব্য করেন শঙ্কর চক্রবর্তী।শঙ্কর চক্রবর্তীর এই বিস্কোরক মন্তব্যের দায়ে পুলিশ গ্রেপ্তার করলো শঙ্কর চক্রবর্তী কে।