January 11, 2025

রাজ্য স্তরে খেলতে যাচ্ছে অনুর্ধ ১৪ খো-খো ২৪জন ছেলে মেয়েদের কোচিং দেবার সমস্ত আর্থিক দায়িত্ব নীল উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদ

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-অনুর্ধ ১৪উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয়গুলি থেকে ২৪জন খো-খোখেলোয়াড়(পুরুষ ও মহিলা)আগামী ২৬ শে সেপ্টেম্বর উত্তর ২৪পরগনার বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠে রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশ নেবার জন্য যাচ্ছে।উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ জানান এই ২৪জন ছেলে ও মেয়ে খো-খো খেলোয়াড়দের কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।এই সমস্ত ছেলেমেয়েদের কোচিং ক্যাম্পের সমস্ত আর্থিক ব্যয়ভার উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদ থেকে করা হচ্ছে বলে সোমবার জানান।তিনি বলেন খুব শীঘ্রই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে ভলিবল,ফুটবল ও খো-খো খেলোয়াড়দের জন্য উত্তর বঙ্গ ক্রীড়া পর্ষদের ব্যবস্থায়নায় তিনটি রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প শুরু করে দেওয়া হবে।অনুর্ধ ১৪ ছেলে মেয়েদের  (খো-খো)কোচিং ক্যাম্প ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।আগামী ২৭শে সেপ্টেম্বর থেকে এই প্রতিযোগিতা চলবে  ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত।আগামী ২৬শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার বিদ্যালয় গুলি থেকে ২৪জন ছেলে ও মেয়েদের দুটি খো-খো দল রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেসে রওনা দেবে বলে জানান উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় খো-খো দলের ক্যাপ্টেন বৈকুণ্ঠ বৈশ্য।ওয়েস্ট বেঙ্গল স্টেট স্কুল খো-খো  কাউন্সিলের উদ্দ্যোগে ও উত্তর চব্বিশ পরগনা জেলা কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টসের ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানালেন দলের ক্যাপ্টেন বৈকুণ্ঠ বৈশ্য।তিনি বলেন সারা রাজ্য  থেকে মোট২১ টি জেলার বিদ্যালয়ের ছেলেমেয়েরা এই খেলায় অংশ নেবে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *