চোপড়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব শান্তিপূর্ণ ভাবে শেষ হল
1 min read
জয়দেব গোপ চোপড়া: পঞ্চায়েত নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষার পর এবং নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার চোপড়া পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব শান্তিপূর্ণ ভাবে শেষ হল।
২৪ সদস্যের বোর্ড গঠনে দলীয় প্যানেলের বিপক্ষে ভোটা ভটিতে সভাপতি নির্বাচিত হন মহম্মদ আজাহার উদ্দিন।সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিংহ।উল্লেখ্য চোপড়া ব্লকের ৮টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন পূর্বেই সমাপ্ত হয়েছে তার মধ্যে ৮নম্বর মাঝিয়ালী জিপি এবং ১নম্বর হাপতিয়া গছ জিপিতেও প্রধান উপপ্রধান গঠনে দলীয় প্যানেলের বিরুদ্ধে ভোটের মাধ্যমে প্রধান উপপ্রধান গঠন হয়েছে।সব শেষে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনেও দলীয় প্যানেলের বিরুদ্ধে ভোটের মাধ্যমে সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নব নির্বাচিত সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন এর আগে ৫বছর চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান এর পদ সামলেছেন।সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষতার সঙ্গে তিনি উন্নয়নের কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});