জেলার ভলিবল খেলোয়াড় আশিক ইকবালের অকাল প্রয়ান, শোকাহত ক্রীড়া মহল
1 min readআশিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়বার সাথে সাথে জেলা ভলি ও বাস্কেট বল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ দ্রুত আশিক ইকবালের বাড়িতে ছুটে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্তনা জানায়। সকালে রায়গঞ্জ হাসপাতালের মর্গে আশিক ইকবালকে শেষ শ্রদ্ধা জানাতে এসোসিয়েশনের সদস্যদের সাথে বহু শুভানুধ্যায়ী মানুষ জন তাকে দেখবার জন্য মর্গে যান।আশিকের মৃত্যুর খবর জানতে পেরেই ভলিও বাস্কেট বল এসোসিয়েশনের কর্মকর্তা তাঁরা শঙ্কর ভট্টাচার্য্য গভীর সমবেদনা জানান।আশিক ইকবালের মৃত্যুতে গভীর সমবেদনা জানান সুভাষ মহলানবীশ এবং কলকাতা থেকে ভলিবল কোচ প্রীতম সাহা।সংস্থার সম্পাদক অরূপ ঘোষ বলেন উত্তর দিনাজপুর জেলা একজন দক্ষ ভলিবল খেলোয়াড়কে হারালো।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ২৬বছর। জানা যায় আশিক ইকবালের ভাই সফিকুল ইসলামও একজন ভলিবল খেলোয়াড়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});