অনুর্ধ ১৪ বয়েজ রানার্স উত্তর দিনাজপুর খো-খো দল সম্বর্ধিত-
1 min read
তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ-রবিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুর্ধ ১৪(বয়েজ) উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় দলকে রানার্স হবার সুবাদে সম্বর্ধিত করলো উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সংস্থার অন্যতম সদস্য অসীম ঘোষ।
অসীম ঘোষ বলেন আমাদের সংস্থার পক্ষ থেকে গত সপ্তাহে অনুর্ধ ১৭খো-খো(মহিলা)উত্তর দিনাজপুর বিদ্যালয় মহিলা খেলোয়াড়দের রানার্স হবার সুবাদে সম্বর্ধনা দিয়েছিলাম।আজকেও রানার্স উত্তর দিনাজপুর খো-খো অনুর্ধ ১৪,(বয়েজ)দলকে সম্বর্ধিত করলাম।আগামীতে আমরা নিশ্চয় চ্যম্পিয়ান দলকে সম্বর্ধনা দেবার সুযোগ পাবো বলেই আশা রাখছি।
সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে র প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা,ক্রীড়া শিক্ষক বৈকুঠ বৈশ্য, কোচ বরুন দাস,সহ কারি প্রধান শিক্ষক অশোক কুন্ডু, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তপন দেবসিংহ সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
গত ২৯শে সেপ্টেম্বর উত্তর ২৪পরগনার হাবরা বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠে ৬৪ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস এর ব্যবস্থাপনায় অনুর্ধ১৪(বয়েজ)খো-খো খেলায় উত্তর ২৪পরগনা জেলা বিদ্যালয় দলের কাছে পরাজিত হয়ে উত্তর দিনাজপুর বিদ্যালয় দল রানার্সের শিরোপা পায়।
রবিবার সকালেই খো খো দলের খেলোয়াড়রা কলকাতা,-রাধিকাপুর ট্রেনে কালিয়াগঞ্জ স্টেশনে নামে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});