January 11, 2025

গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র নারায়ন সেবার ব্যবস্থা

1 min read

সত্যেন মহন্ত ও শংকর গুপ্তা  মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে জাতীর জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে দরিদ্র নারায়নের সেবার ব্যবস্থা করা হয়।

কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সম্পাদক দেবব্রত কর বলেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আনুমানিক চারশো দরিদ্র ব্যক্তিদের নিরামিষ আহারের ব্যবস্থা করতে পারায় আমরা আজকে প্ৰকৃতই মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী কিছুটা হলেও পালন করতে পেরেছি বলে মনে করছি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচার্য্য,     দ্বিবেন্দু চৌধরী,বাপ্পা সরকার,চার্টার্ড প্রেসিডেন্ট দেবব্রত রায়,লায়ন্স ক্লাবের জোন চেয়ারম্যান রবীন্দ্র নাথ দাগা সহ বিশিস্ট ব্যক্তিরা।
দরিদ্র নারায়ন সেবার খাদ্য তালিকায় ছিল ভাত,বুটের ডাল, পটল ভাজা,তরকারি,আলুপোসত,চাটনি,দই ও মিষ্টি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *