চাইল্ড লাইন ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো এক স্কুলছাত্রীর বিয়ে
1 min read
সু চন্দন কর্মকার :- চাইল্ড লাইন ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো এক স্কুলছাত্রীর বিয়ে। অষ্টম শ্রেণীর ছাত্রী ১৪ বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন হয়েছে চাইল্ড লাইনের কাছে গোপনে এমন খবর পৌঁছায়। সেই খবর মিলতেই চাইল্ড লাইনের উত্তর দিনাজপুরের প্রতিনিধি বিপুল দাস তৎপর হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার দুপুরে এই সংবাদের বিষয়টি নজরে এনে কালিয়াগঞ্জের বিডিও প্রসুন কুমার ধারা কাছে প্রশাসনিক সহযোগিতা চায় চাইল্ড লাইন। বিডিওর নির্দেশে যুগ্ম বিডিও পরিমল দাস তৎপর হয়। পুলিশের সাথে যোগাযোগ করে ব্লক প্রশাসনের তরফে বিসিডাব্লু অফিসার খগেশ্বর সিংহকে অভিযানে পাঠানো হয়। টেলিফোনে প্রাপ্ত খবরের সূত্র ধরে প্রথমে কুনোর হাইস্কুল গিয়ে সেখানে ছাত্রী সম্পর্কে তথ্য সংগ্রহ করে চাইল্ড লাইন ও প্রশাসন পুলিশ। এরপর পৌঁছে যায় কুনোরের ফুলুট্টি গ্রামে। এই গ্রামের এক উঠতি যুবকের সাথে বিয়ে ছিল স্কুল ছাত্রীর। গোপনে এই বিয়ের প্রস্তুতি চূড়ান্ত হয়েছিল। কিন্তু বাঁধ সাধলো প্রশাসন ও চাইল্ড লাইন। মাত্র ১৪ বছর বয়সী এই নাবালিকার বিয়ে কোনোভাবেই দেওয়া যাবে না স্পষ্ট করে জানায় প্রশাসন। ছাত্রীর অভিভাবকরা তাদের কথা তুলে ধরলেও আইনের চাঁপে পিছু হটে। শেষে ছাত্রীর পরিবার প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ ও ১৮ বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেবে না জানায়। চাইল্ড লাইনের নির্দেশ মেনে মঙ্গলবার রায়গঞ্জে সিডাব্লুসির অফিসে ছাএীকে নিয়ে অভিভাবকরা হাজিরা দেয়। এই নাবালিকা বিয়ে বন্ধ প্রসঙ্গে বিপুল দাস বলেন গ্রামে এক সদ্য যুবকের সাথে ভালোবাসার সম্পর্কের জেরে এই বিয়ের উদ্যোগ নিয়েছিল দুই পরিবার। সোমবার সন্ধ্যায় ছিল বিয়ে। কিন্তু তার আগেই খবর পেয়ে প্রসাসনের তরফে আইনের কথা বুঝিয়ে বললে দুই পরিবার রাজি হয় বিয়ে বন্ধে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});