January 11, 2025

চোপড়ার কয়েকটি হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদেরকে দেওয়া হচ্ছে আন্তরক্ষার প্রশিক্ষণ

1 min read
জয়দেব গোপ চোপড়া: চোপড়ার কয়েকটি হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদেরকে দেওয়া হচ্ছে আন্তরক্ষার প্রশিক্ষণ। নবম শ্রেণীর ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে চোপড়ার ৪টি স্কুলে।৪৫দিনের এই বিশেষ ক্যারাটে প্রশিক্ষণে যোগ দিয়েছেন ৪টি স্কুলের প্রায় দুশো ছাত্রী।প্রশিক্ষক মহম্মদ কামরুল হুদা জানান, চোপড়ার মাঝিয়ালি হাই স্কুল,বদিগছ হাই স্কুল, মহম্মদ বক্স হাই স্কুল ও বড় বিল্লা হাই স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়েছে গত মাস থেকে।এই প্রশিক্ষণ দুই ছাত্রী শর্মিলা বোস ও সুহানা ইয়াসমিন জানান, এই প্রশিক্ষণ মেয়েদের আন্তরক্ষার ও পথ চলার সময়ে বিপদকালীন মোকাবিলার কাজে লাগবে।এই প্রশিক্ষণ শিবিরের নাম আন্ত রক্ষা ও জীবন শৈলী শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ শিবির।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *