December 25, 2024

কালিয়াগঞ্জ পৌর সভার ১৩ নম্বর ওয়ার্ড বাসীরা ভেকধারী সমাজসেবী থেকে সাবধান

1 min read

কালিয়াগঞ্জ পৌর সভার ১৩ নম্বর ওয়ার্ড বাসীরা ভেকধারী সমাজসেবী থেকে সাবধান-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ,২ ফেব্রুয়ারী: পৌর ভোটের ঢাক বৃহস্পতিবার থেকে সম্ভবত বাজতে শুরু করবে।এখন পৌর নির্বাচনের মুহূর্তে দুই একজন ভেকধারী সমাজসেবী আপনাদের এলাকায় ঘোড়া ফেরা করবে।মনে রাখবেন এরা সমাজ সেবীর নামাবলি গায়ে দিয়ে আপনাকে অনেক মিষ্টি কথা দিয়ে আকৃষ্ট করবে যাতে মনে হবে সত্যিই বুঝি উনি একজন সমাজ সেবী।আসলে এরা এমন এক প্রজাতির মানুষ যারা ক্ষমতা পেলে আপনার উপকাররের চেয়ে বিভিন্ন ভাবে ক্ষতি করে নিজের কত ক্ষমতা তা জাহির করবে।১৩ নম্বর ওয়ার্ডের এক মহিলা ঘরের টাকা চাইতে গিয়ে এই ভেক সমাজসেবার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে এই ভেক দমাজ সেবী।

তার কি দোষ ছিল সেই মহিলা নাকি রাস্তার মধ্যে ঘর তৈরি করেছে।সেই কারণে এই ভেক ধারী সমাজসেবী নিজের প্রত্যক্ষ মদতে পাড়ার লোক দিয়ে বাধ্যতামূলক ভাবে স্বাক্ষর করিয়ে পৌর সভায় অভিযোগ দায়ের করিয়ে সেই সমাজ সেবী ভেক সমাজসেবীর নামাবলি গায়ে দিয়ে ঘুরে বেড়ান।তবে জানা যায় রাস্তার মধ্যে ঘর চলে এসেছে সেটা আসল ঘটনা নয় ঘটনা সেই ঘর প্রাপকের কাছে ২০হাজার টাকা কাট মানি চাইলে তা দিতে অপারক বলে জানালে তিনি এই ঘটনা ঘটান বলে ১৩ নম্বরের পৌর নাগরিকদের কাছ থেকে জানা যায়।১৩ নম্বরের বেশ কিছু বিহারী জন গোষ্ঠীর মানুষদের বক্তব্য যে ব্যক্তি তার ১৩ নম্বর ওয়ার্ডের নিজেদের  জাতির এক মহিলার ঘর করতে দেয়নি,তাকে গ্রেপ্তার করে,এবং পরবর্তীতে সেই মহিলার পেটে লাথি মেরে পৌর সভা থেকে তার চাকরিটাও বন্ধ করে দেয় বিগত ৭ মাস ধরে সেই ব্যক্তি যত বড় নেতা হোক কোন ভাবেই তাকে ভোট নয় বলে জানান।নির্বাচিত না  হয়ে সামান্য কয়েক মাসের জন্য নোমিনেটেড হয়ে এসে এসব কান্ড ঘটাতে পারে সে এর চেয়েও আরো অনেক কিছুই।করতে পারে বলে তারা মনে করেন।এত নিষ্ঠুর প্রকৃতির মানুষ দয়া মায়া হীন ব্যক্তি যে কোন সময় এই ধরনের ব্যক্তি মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করবেনা শ্বার্থে আঘাত লাগলে।অনেককেই বলতে শোনা যাচ্ছে এই ধরনের ভেক নামাবলি গায়ে জড়িয়ে মিষ্টি কথা বলে এবার এই ধরনের মানুষ পার পাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *