কালিয়াগঞ্জ পৌর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা পুলিশ সুপারের সামনে এক অনুষ্ঠানে
1 min readকালিয়াগঞ্জ পৌর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সাহা পুলিশ সুপারের সামনে এক অনুষ্ঠানে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২ ফেব্রুয়ারী: কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায়ের বিরুদ্ধে জমা ক্ষোভ উগরে দিলেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা খোদ রায়গঞ্জের পুলিশ সুপারের সামনেই বুধবার কালিয়াগঞ্জ শহরে ৭০টি সি সি টিভি বসানোর এক অনুষ্ঠানে।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক শচিন সিংহ রায় কে বলেন কালিয়াগঞ্জ পৌর সভা কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতিকে পৌর সভার কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কোন প্রয়োজন মনে করেনা। কয়েকদিন আগেই পৌর সভায় কর্মতীর্থ নিয়ে একটি অনুষ্ঠান হয়ে গেল অথচ সবাই আমন্ত্রণ পেলেও কোন এক অজ্ঞাত কারণে ব্যবসায়ী সমিতিকে আমন্ত্রণ জানায়নি।কারন এই পৌর প্রসাশক কাউকে নিয়ে চলতে চান না। এখন কি পৌর সভার কোন প্রয়োজন নেই ব্যবসায়ী সমিতির?আসলে কালিয়াগঞ্জ শহরের সড়ক সম্প্রসারণের দময় ব্যবসায়ী সমিতির প্রয়োজন ছিল নিয়মিত। বিবেকানন্দ মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত ডিভাইডার দেবার কথা থাকলেও বর্তমান পৌর প্রসাশক কারো সাথে কোনরকম আলোচনা না করেই সেখানে ডিভাইডার বসানোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।পৌর প্রসাশক শচিন সিংহ রায় পৌর সভার ইঞ্জিনীযারের উপর দোষ চাপিয়ে দিয়ে বলা হচ্ছে ডিভাইডার বসানো যাবেনা ইঞ্জিনীযার নাকি বলে দিয়েছেন।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক নিজের ইচ্ছামত কাজ করে চলেছে তা বোঝা যায় তাদের ৫ জন পৌর প্রশাষকের মধ্যে তিন জন প্রশাসককে কোন গুরুত্বই দিতে চান না।তাই ব্যবসায়ী সমিটিকিও তিনি গুরুত্ব দিতে চান না বলে ক্ষোভ প্রকাশ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আই সি দিপাঞ্জন দাস সহ কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশকগন।