December 24, 2024

উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম কানকির চৌঘড়িয়ার ভবতোষ সিনিয়ার ন্যাশনাল ভলিবলে খেলার জন্য নির্বাচিত

1 min read

উত্তর দিনাজপুর জেলার প্রত্যন্ত গ্রাম কানকির চৌঘড়িয়ার ভবতোষ সিনিয়ার ন্যাশনাল ভলিবলে খেলার জন্য নির্বাচিত

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২ ফেব্রুয়ারী: উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার অন্তর্গত চৌঘড়িয়ার প্রত্যন্ত গ্রামের যুবক ভবতোষ রুদ্র তার অধ্যবসায়ের জেরে এই প্রথম সিনিযার বাংলা ভলিবল দলে খেলার জন্য নির্বাচিত হওয়ায় জেলা বাসী গর্বিত।ভলিবল খেলোয়াড় ভবতোষ রুদ্র এক সাক্ষাৎকারে জানায় তার এই জায়গায় আসার মুলেই ছিলেন উত্তর দিনাজপুর জেলা ভলিবল ও বাস্কেট বল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ।

২০১৬ সালে উত্তর দিনাজপুর জেলার অন্যতম সেরা ভলিবল খেলোয়াড় আনসার আলীর মাধ্যমে উত্তর দিনাজপুর ভলিবল ও বাস্কেটবল সংস্থার সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের কর্ণধার অরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করি |তিনি আমার উচ্চতা,বয়স ও খেলার আগ্রহ দেখে রায়গঞ্জ মোহনবাটী হাই স্কুলে ভর্তি করেন ও তৎকালীন রাজ্য দলের অন্যতম প্রশিক্ষক মাননীয় শুভঙ্কর চক্রবর্তীর কাছে প্রশিক্ষনের জন্য আমাকে পাঠান |কোচ শুভঙ্কর চক্রবর্তীর হাতধরে তিনি আমায় ছেলের মতো করে বড় করে তুলেছেন। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সেখানে থাকা ও খাওয়ার খরচ চালান সম্ভব হচ্ছিল না তখন অরূপ স্যারের সঙ্গে কথা বলি। তিনি শুভঙ্কর স্যার কে আমার অবস্থা জানালে স্যার নিজের বাড়িতে আমার থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন | স্যারের অসুস্থ স্ত্রী আমাকে মাতৃস্নেহে সবসময় আগলে রেখেছে | ২০১৭ -১৮থেকে আমি রাজ্য দলের হয়ে জুনিয়র ন্যাশনাল এবং 20১৮-১৯ ,, ২০১৯-২০ আমি ইউথ ন্যাশনাল খেলি। চলতি বছরের ২০২২ এ ,, সিনিযার ন্যাশনাল খেলার সুযোগ পাই।ভবতোষ রুদ্র জানায় আগামী ৫ই ফেব্রুয়ারি উড়িষ্যার ভুবনেশ্বরে সিনিয়ার ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। আমি আজ খুব আনন্দিত।উত্তর দিনাজপুর জেলার ভলি ও বাস্কেট বল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন সম্ভবত উত্তর বঙ্গের একমাত্র প্রতিনিধি হিসেবে ভবতোষ রুদ্র সুযোগ পেয়েছে।উত্তর দিনাজপুর জেলার কানকির চৌঘড়িয়ার ভবতোষ একজন বড় মাপের ভলিবল খেলোয়াড়।শুধু উত্তরবঙ্গ বা উত্তর দিনাজপুর জেলা নয় ভবতোষ ভুবনেশ্বরে অনুষ্ঠিত সিনিয়্যার ন্যাশনাল ভলিবল গেমে বাংলার হয়ে বড় সাফল্য পাবে বলেই তার দৃঢ় বিশ্বাস।সিনিয়ার দলে নির্বাচিত হবার পরেই কলকাতায় ক্যাম্পে যাবার ডাক পাই বলে ভবতোষ রুদ্র জানান।কলকাতায় ক্যাম্প শুরু হয় গত ২৪শে জানুয়ারি চলে ৩১ জানুয়ারি পর্যন্ত।১লা ফেব্রুয়ারিতে ১২জনের নাম ঘোষণা করা হয়।ক্যাম্প শুরু হয় ২৪ এ জানুয়ারি।চলে ৩১ শে জানুয়ারি পর্যন্ত।ভবতোষ রূদ্র বলেন তিনি চেতলা অগ্রণী ,বড়বাজার, যত্রাশুরু সংঘসহ কলকাতার বিভিন্ন নামি ক্লাবে খেলেছে।জেলার রায়গঞ্জ দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ও জেলা দলের হয়ে নিয়মিত খেলেছি | আমার আজকের এই সাফল্যের পেছনে আমার বাবা,মা সহ যেসব ব্যক্তি ও ক্লাব কর্মকর্তা,প্রশিক্ষক,আমার সহ খেলোয়াড় সকলের কাছে আমি কৃতজ্ঞ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *