January 11, 2025

আজ চিরবিদায় নিলেন কালিয়াগঞ্জের লিজেন্ড ভানু প্রকাশ ঘোষ

1 min read

 জয়ন্ত বোস।বর্তমানের কথা,” লাগা চুনেরিমে দাগ ” মান্না দের গলায় এই গান যখন শ্রোতাদের মুখে মুখে শোনা যেত তখনি কালিয়াগঞ্জ শহরের রসিদপুর নিবাসী এক গায়কের গলায় মান্না দের বিভিন্ন গানের সাথে এই গানটিও গাইতে শোনা যেত সকলের শ্রদ্ধেয় গায়ক ভানু প্রকাশ ঘোষ , সকলের ভানু দার গলায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 আজ সকলের কাছ থেকে চিরবিদায় নিলেন ভানু ঘোষ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৪ বছর। কুশমন্ডি ব্লকের সিওল হাই স্কুলে শিক্ষকতা কাজ করতেন সাথে একজন গানের শিক্ষক ছিলেন। বলতে গেলে সঙ্গীত জগতে কালিয়াগঞ্জ শুধু নয় উত্তরবঙ্গ ব্যাপী সঙ্গীত জগতে একজন লিজেন্ড ছিলেন বলা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 বিভিন্ন স্থানে সঙ্গীতানুষ্ঠানে মান্না দের গান গুলো ভানু দার গলায় শুনতে শ্রোতাদের ভিড় উপচে পড়তো ৭০-৯০ দশকে। বিভিন্ন বয়সের মানুষের কাছে ভানু দা হয়েই পরিচিত ছিলেন একজন সময়পযোগী ব্যাক্তি হিসেবে।

 সবার সাথেই হাসি মুখে ঠাট্টা মশকরা নিয়েই আড্ডায় মাতিয়ে তুলতেন আসর। দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রান্ত রোগ নিয়েই চলাফেরা করতেন। গত ৩ তারিখে মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে পরলে বাড়ির সকলে তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়। কিন্তু ভানু দা সকলের কাছ থেকে বিদায় নিয়ে স্বর্গলোকে পাড়ি দিলেন, রেখে গেলেন অসংখ্য স্মৃতি।

 শারদ উৎসবের প্রাক্কালে তার প্রয়াণে গভীর শোকাহত পরিবারের সকলের সাথে এলাকা তথা কালিয়াগঞ্জ বাসী। কালিয়াগঞ্জের মান্না দে তথা ভানু দা আর নেই তবে তার গলায় ” লাগা চুনেরিমে দাগ ” সহ অসংখ্য গান রেখে গেলেন শ্রোতাদের মনের ভীতর। একজন প্রতিবেদক হয়ে ভানু ঘোষের প্রয়াণে তাঁর প্রতি  এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে তাঁর আত্মার চিরশান্তি  কামনায় প্রতিবেদন করা হলো।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *