January 11, 2025

পূজা নিয়ে সর্ব দলীয় বৈঠক অনুষ্ঠিত হল চোপড়া থানায়

1 min read

                                     


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
                               
                                          

জয়দেব গোপ চোপড়া : পূজা নিয়ে সর্ব দলীয় বৈঠক অনুষ্ঠিত হল চোপড়া থানায়।পুজো যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় ,এবং দলমত নির্বিশেষে পুজোর চারদিন যাতে সবাই মিলেমিশে আনন্দে মেতে উঠতে পারে  এবং সব রাজনৈতিক দলগুলিই  যাতে পূর্ণ সহযোগিতা করেন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেই আহ্বানে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চোপড়ার বিডিও জুনেত আহমেদ, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আজহার উদ্দিন, চোপড়ার গ্রাম পঞ্চায়েত প্রধান করণ মার্ডি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগন। চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠকঅনুষ্ঠিত হয়।





(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *