January 11, 2025

ইসলামপুরের দাড়ি ভিট স্কুলের খোলার ব্যাপারে অবিলম্বে রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার বললেন প্রদেশ কংগ্রেসের নেত্রী দীপা দাশমুন্সি

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- অবিলম্বে উত্তর দিনাজপুর জেলার
ইসলামপুরের দাড়ি ভিট স্কুলের খোলার ব্যাপারে রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া দরকার
এলাকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে।  আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর  নিজস্ব বাসভবনে এক সাক্ষাৎকারে একথা বলেন প্রদেশ
কংগ্রেসের অন্যতম নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি।  তিনি বলেন এভাবে চলতে পারে না ছাত্র ছাত্রীরা
স্কুলে যেতে না পেরে তাদের ভীষণ অসুবিধা হচ্ছে দিনের পর দিন । 

          প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি                    ছবি ঃ- তুফান মহ্নত
 কারণ সামনে অনেক ছাত্রছাত্রীর মাধ্যমিক ও উচ্চ
মাধ্যমিক পরীক্ষা রয়েছে।  ফলে জেলা  জেলা শিক্ষা দপ্তরের 




              প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি             ছবি ঃ-  শংকর গুপ্তা

উচিত এ ব্যাপারে স্কুল
কর্তৃপক্ষ ও এলাকার লোকদের সাথে কথা বলে তাদের দাবি-দাওয়া কে প্রাধান্য দিয়ে
ছাত্র-ছাত্রীদের দাবিমতো স্কুলের বাংলা শিক্ষক নিয়োগ করে অভিলম্বে এর সমাধান করা
দরকার ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 নচেৎ আগামী দিনে এখানকার সমস্যা আরও কঠিন হতে থাকবে  বলে দীপা দাশমুন্সি  জানান । তিনি বলেন এ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে
প্রচুর দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য আজ রাজ্যের বিভিন্ন কোনায় কোনায়
দারুণ সমস্যা সম্মুখীন হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রীরা।  দীপা দাশমুন্সি বলেন সম্প্রতি প্রশাসনের তরফ
থেকে দাড়ি বিট স্কুল প্রাঙ্গণে একটি মিটিং ডাকা হয়েছিল সেখানে প্রশাসনের কোন
কর্তায় উপস্থিত হননি ফলে এটা একটা রাজ্য সরকারের চরম ব্যর্থতার পরিচয় । তাই
প্রশাসনের উচিত অবিলম্বে দাড়ি ভিট এর সমস্যা সমাধান করা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *