January 11, 2025

কচিকাচাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন তৃনমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ

1 min read

সত্যেন মহন্ত ,শঙ্কর গুপ্তা ঃ-  আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই শুরু হবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা
পূজার। ঢাকের তালে নাচবে বাংলার শহর থেকে গ্রাম। উৎসবে মাতোয়ারা হবে আট থেকে আশি।
কিন্তু এসব কিছুর মাঝেই ওদের কপালে  ছিল চিন্তার
ভাঁজ  এত দিন  কারন আর
পাঁচজন যখন নতুন জামাকাপড় পড়ে পূজা  দেখতে বেড়াবে  ঠিক তখন এমন কিছু মানুষ রয়েছে যারা অর্থের অভাবে নতুন জামাকাপড় পড়তে পারে না পেরে বাড়িতেই  বসে থাকবে । কিন্তু আজ
আর তাদের সেই চিন্তা নেই ।

 সেই চিন্তা দূর করল তৃনমূল সমর্থিত ওয়েস্ট বেঙ্গল পি.ডাব্লু. ডি এমপ্লইয়ীজ ফেডারেশরবিবার দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রীর মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধিন কুনোর মুক্ত মঞ্চে শারদোৎসবে কচি কাচাদের মুখে হাসি ফোটাবার জন্য নববস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়

এদিনের অনুষ্ঠানে ঊপস্থিত ছিলেন তৃনমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপত দীপা সরকার, সহকারি সভাপতি তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপতি বসন্ত রায়,ওয়েস্ট বেঙ্গল পি.ডাব্লু. ডি এমপ্লইয়ীজ ফেডারেশ সভাপতি সঞ্জীত সেনগুপ্ত সহ অন্যানরা এদিন ২৮০ জন  কচিকাচাদের নববস্ত্র বিতরন করা হইয়
নতুন বস্ত্র পেয়ে খুশি দুস্থ্য পরিবারের কচিকাচারা


তৃনমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ জানান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরাও এখোন দুস্থ্য মানুষদের পাশে এসে দারাচ্ছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


সেই মতে তৃনমূল সমর্থিত ওয়েস্ট বেঙ্গল পি.ডাব্লু. ডি   এমপ্লইয়ীজ ফেডারেশ উদ্যোগে কুনোর এলাকার দুস্থ্য কচিকাচাদের মূখে হাসি ফোটাতে এবারের শারদ উৎসবে ২৮০  জন  কচিকাচাদের মধ্য বস্ত্র বিতরণ করা হইয় এই উদ্যোগ অতুলনীয়


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *