সবুজায়নে থানা পাড়া ইয়ং স্পোর্টিং-
1 min read
তপন চক্রবর্তী-উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র কালিয়াগঞ্জ বয়রা কালীবাড়ি রোডে থানাপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব প্ৰকৃত সবুজায়নের মাঝেই একটি কাল্পনিক মন্দির তৈরী করে বার্তা দিচ্ছে গাছ লাগাও সবুজ বাঁচাও।ক্লাব কর্তৃপক্ষ বিশ্বজিৎ লাহিড়ী ও বুদ্ধু মল্লিক জানান তাদের একটাই লক্ষ হারিয়ে যাওয়া সবুজকে মানুষের সামনে আনতে হবে,মানুষকে মনে করিয়ে দিতে চোখে আঙুল দিয়ে এই এলাকার ঘন বন জঙ্গল আমাদের রক্ষা করতেই হবে। আমাদের করতে হবে জঙ্গল রক্ষা উৎসব।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর সেই কারণেই আমাদের ক্লাব আমাদের এলাকার জঙ্গলকে পুজার মূল আকর্ষণ করেছি।আর এই পরিকল্পনা মূলত এলাকার তুতুন লাহিড়ীর মস্তিস্কপ্রসূত বলেই জানা গেছে।এক সাক্ষাৎকারে তুতুন লাহিড়ী জানায় আমরা সাধারণত জঙ্গল কেটে পরিষ্কার করে থাকি সবাই।কিন্তূ আমাদের ইয়ং স্পোর্টিং ক্লাব জঙ্গলের যত্ন করে থাকি।সবুজায়নকে ধরে রাখতে আমাদের ক্লাব বদ্ধরিকর।কালিয়াগঞ্জ থানাপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব এবার ৪৮বছরে পদার্পন করলো বলে জানায়।সবুজায়ন দেখবার জন্য প্রতিদিন ব্যায়ক মানুষের ভিড় হচ্ছে বলে থানাপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাবের সম্পাদক জ্যোতি বিকাশ ভদ্র জানালেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});