January 11, 2025

উত্তর দিনাজপুর জেলার তরঙ্গপুর এর ঘোষ বাড়ির সদস্যরা চুটিয়ে আনন্দ করছেন বাড়ির পুজোয়

1 min read

তন্ময়  চক্রবত্তী ঃ- এক কালে যে দুর্গা মন্দিরের সামনে
হিংস্র জন্তু দের আস্তানা ছিল ,আজ সেই দুর্গামন্দিরে জমজমাট পূজার আড্ডাড়।

 আর
তাতেই বাজিমাত করে দিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তরঙ্গপুর বনেদি বাড়ি ঘোষ
বাড়ির পুজো।  ঘোষ পরিবারের সবাই বছরে আর
পাঁচটা দিন যে যাই কাজে ব্যস্ত থাক না
কেন,  ঘোষ পরিবারের সবাই কিন্তু তাকিয়ে থাকে তাদের
বাড়ির মন্দিরে পুজোর দিকে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 আজ নবমী তাই
পূজোর শেষ লগ্নে চুটিয়ে আনন্দ উপভোগ করছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ
তরঙ্গপুর এর ঘোষ বাড়ির সকল সদস্যরা ।


সন্ধ্যার পর থেকে বাড়ির সকলেই চুটিয়ে
আনন্দ  করছেন দুর্গা মণ্ডপে।  মন্দির প্রাঙ্গনে একের পর  ঘোষ বাড়ির পরিবারের কচিকাঁচা থেকে বড়দের কখনো
সাম্প্রদায়িক সম্প্রতির উপর এ নাচ কখনো ঢাকের তালে কোমর দুলিয়ে নাচ কখনো বা আবার
আসামের বিহু গান এর সঙ্গে নাচ করে সকলকে   তাক লাগিয়ে দিছেন ।

 মনে হছে  যেন হয়তোবা কোন ফিল্মস্টার রা এসে নাচ গানের
আসর  জমিয়ে দিয়েছেন । কিন্তু না  এরা সবাই অত্যন্ত ঘোষ বাড়ির পরিবারের সদস্য ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


প্রত্যেককে
দেখলে মনে হবে যেন কোনো পেশাদার শিল্পী। কিন্তু  না এরা অপেশাদার শিল্পী হয়েও পেশাদার শিল্পীর
ভূমিকায় আজ মণ্ডপের সামনে নাচ করে তাক লাগিয়ে দিয়েছেন  

  উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ  ব্লকের তরঙ্গপুর।প্রত্যন্ত একটি গ্রাম।যে
গ্রামের ঘোষ বাড়ির পুজো আজ সকলের নজর ইতিমধ্যে কেড়ে নিয়েছে । ঘোষ বাড়ির অন্যতম
এক সদস্য অসীম ঘোষ জানালেন এই পূজাকে কেন্দ্র করে বাঁধনছাড়া আনন্দে ঘোষ বাড়ির
সবাই আনন্দে আত্মহারা হয়ে যায় এই কয়দিন।

বছরে আর পাঁচটি দিন যে যা কাজে ব্যস্ত
থাকুক না কেন ঘোষ বাড়ির এই পুজোয় সকলে মিলিত হয়ে এক মিলন উৎসবে পরিণত করে । পুজোর
চারদিন ই থাকে অন্নভোগ এ ব্যবস্থা।  এবারও
তার ব্যতিক্রম হয়নি   গত তিন দিন ধরে চলছে পুজো প্রাঙ্গণে বহু মানুষকে
খাওয়ানো  হছে অন্য ভোগ ।   অপরদিকে
ঘোষ বাড়ির অপর এক সদস্য হিমেন ঘোষ জানালেন তিনি দিল্লীতে কাজের সূত্রে থাকলেও
বাড়ির পুজোয় প্রতিবছরের  মত এবার এসেছেন
আর চুটিয়ে  আনন্দ  করছেন ।   তাই
এবারও তিনি এসেছেন এবং চুটিয়ে আনন্দ করছেন।   সব
মিলিয়ে ঘোষ বাড়ির দুর্গা পুজো আজ এক নয়া দৃষ্টান্ত স্থাপন করল জেলার মধ্যে ।




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *