প্রদীপের নৌকায মা দূর্গার আগমন এবার ফুটে উঠবে প্রদীপ শিল্পে।
1 min read
পিয়া গুপ্তা উত্তর দিনাজপুর লাগামছাড়া মূল্যবৃদ্ধি জেরে যখন মধ্যবিত্তের হেসেলে চরম ত্রাহি ত্রাহি অবস্থা ঠিক তখন অন্ধকার থেকে আলোর দিকে সন্ধান দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কুনরের হাটপাডা গ্রামের টেরাকোটা শিল্পীরা।সামনেই আলোর উত্সব দীপাবলি ।তাই এই উত্সব কে কেন্দ্র করে ইতিমধ্যে এই গ্রামের শিল্পিরা বাজারে ডিজিটাল আলো কে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন।তাই এখন টেরাকোটা শিল্পীরা সাদামাটা প্রদীপ ছেড়ে দিয়ে থিমের উপর একের পর এক প্রদীপ বানিয়ে চলছেন।
তারা জানান যুগের সঙ্গে পাল্লা দিয়ে তারাও যে কোনো অংশে পিছিয়ে নেই এবার সাধারণ মানুষকে হারে হারে তারা বুঝিয়ে দিবেন।আর এবার তাই প্রদীপ শিল্পেও ব্যাপক পরিবর্তন এনেছেন।না কোনো ইন্টারনেটের ফটো দেখে একেবারেই তাদের কাল্পনিক চিন্তা ভাবনা থেকে এক একটা প্রদীপ তৈরি করছেন কোনো একটা থিম কে কেন্দ্র করে।শিল্পীরা জানেন হাতের তৈরি জিনিসের যথেষ্ট কদর আছে আজও ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সে মাটির কাজ হোক না কেন।তাই তাদের বংশপরম্পরায় ঐতিহ্য কে বজায় রাখতে এবার সাধারণ মানুষদের নতুন নতুন ধরনের প্রদীপ উপহার দেবেন তারা।তারা বলেন এক একটি প্রদীপ এক একটি থিম কেন্দ্রিক হলেও কোনটার আবার নাম ও আছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারা জানান তারা যেমন বাজারে সাবেকি প্রদীপ বানাচ্ছেন তেমন ই পঞ্চ প্রদীপ, আলাদিনের আশ্চর্য প্রদীপ ও তৈরি করেছেন।তবে এবার দীপাবলিতে সকল কে চমক দেওয়ার জন্য মা দূর্গা যেভাবে মর্তে এসেছে এবার স্বর্গ থেকে মর্তে সেটাও একটা থিম করে প্রদীপের মধ্যে তুলে ধরেছেন।শিল্পীর নিখুঁত কাজ ও দক্ষতা সত্যি অবাক করার মতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});