কালিয়াগঞ্জের সুশীল চন্দ্র টাউন লাইব্রেরীর সভাপতি পদে পুরপ্রধান কার্ত্তিক পালকে দায়িত্ব দিল জেলা গ্রন্থাগার দপ্তর
1 min read
সুচন্দন কর্মকার :- সরকার পোষিত কালিয়াগঞ্জের সুশীল চন্দ্র টাউন লাইব্রেরীর সভাপতি পদে পুরপ্রধান কার্ত্তিক পালকে দায়িত্ব দিল জেলা গ্রন্থাগার দপ্তর। সোমবার এই সরকারি নির্দেশনামা হাতে পেয়েছেন পুর প্রধান। জেলা গ্রন্থাগার আধিকারিকের তরফে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার পোষিত এই সুশীল চন্দ্র টাউন লাইব্রেরীতে বাম জমানায় একছত্র আধিপত্য ছিল সিপিএম নেতাদের। লাইব্রেরি পরিচালন কমিটি গঠন হত পাঠকদের নিয়ে নির্বাচনের মাধ্যমে। বাম আমলে এই নির্বাচন ব্যবস্থা ছিল আদতে লোক দেখানো।
পুরপ্রধান কার্ত্তিক পাল এর মুকুটে আর একটি পালক জুড়ল ঃ- ছবি ঃ- তন্ময় চক্রবত্তী |
পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর তাই সমস্ত গ্রন্থাগার কমিটি ভেঙে দিয়েছিল।পূর্ণ গঠন প্রক্রিয়াতে এবারে কালিয়াগঞ্জ শহরের একমাত্র সরকার পোষিত এই গ্রন্থাগারের পরিচালন কমিটির সর্বোচ্চ পদে পুর প্রধানকে বসালো জেলা গ্রন্থাগার দপ্তর। সোমবার সরকারি নির্দেশ নামা হাতে পেলেও এই মুহূর্তে অবশ্য দায়িত্বভার গ্রহণ করা সম্ভব নয় পুর প্রধানের পক্ষে। কারণ পুজোর ছুটি উপলক্ষে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো এই গ্রন্থাগারে ছুটি চলছে। আগামীতে ছুটি শেষ হলে পুরপ্রধান এই গ্রন্থাগারের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্ত্তিক পাল জানিয়েছেন এই দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। গ্রন্থাগার পরিচালন সমিতির সভাপতি হিসেবে কালিয়াগঞ্জ সুশীলচন্দ্র টাউন লাইব্রেরীর সার্বিক উন্নয়ন ও পাঠকদের সংখা বৃদ্ধি হবে তার একমাত্র লক্ষ্য। প্রযুক্তির উন্নয়নে বই পড়ার অভ্যাস অনেকটাই কমেছে সাধারণ মানুষের মধ্যে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু এখনো বই পড়ছে এমন মানুষের সংখ্যা প্রচুর। এক সময় এই লাইব্রেরীতে সন্ধ্যা নামলেই নবীন ও প্রবীণ সমস্ত শ্রেণীর পাঠকদের আগমন হত। সেই ধারা ফেড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, সময়ের সাথে চলতে কালিয়াগঞ্জ টাউন লাইব্রেরীকে ডিজিটাল রূপান্তরের পথে নিয়ে যাওয়া অগ্রাধিকার তালিকায় থাকবে জানান পুরপ্রধান।কালিয়াগঞ্জ শহরের মা বয়রা কালী মন্দিরের লাগোয়া এই টাউন লাইব্রেরী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সুন্দর পাকা দ্বিতল নিজস্ব ভবনে চালু এই লাইব্রেরীতে বইপত্র আছে প্রচুর। কিন্তু মোবাইল নির্ভর যুব ও ছাত্র সমাজের কাছে এই লাইব্রেরী এখন ব্যাক ডেটেড। কালিয়াগঞ্জ টাউন লাইব্রেরীর মতো উত্তর দিনাজপুর জেলার অন্যান্য সরকার পোষিত গ্রন্থাগারে নতুন পরিচালন সমিতির গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। কালিয়াগঞ্জের উন্নয়নের নতুন রুপকার পুরপ্রধান কার্ওিক পালের নেতৃত্বে শহরের এই সরকার পোষিত গ্রন্থাগার নতুন দিশায় এগিয়ে যাবে এমনি প্রত্যাশা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});