January 11, 2025

বালাসন নদীর চর দখল করে চড়া দামে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল দু’জনকে

1 min read
বালাসন নদীর চর দখল করে চড়া দামে বিক্রি করার অভিযোগে গ্রেফতার করা হল দু’জনকে। নৌকাঘাট এলাকায় হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে মেডিকেল ফাঁড়ির পুলিশ। ধৃতরা হল দিলীপ মণ্ডল ও অভিরাম বর্মন। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, দু’জনই মাটিগাড়া এলাকার বাসিন্দা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বালসন নদীর চর দখল করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ আসঠিল বেশ কয়েকজনের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই তদন্তে নামে মাটিগাড়ার বিএলআরও। তদন্তে দেখা যায়, নদীর চর দখল হয়ে বিক্রি হয়ে সেখানে গড়ে উঠছে বসতি। এরপরই মেডিকেল পাঁড়িতে একটি লিখিত ভিযোগ দায়ের করা হয়। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রথমে দু’জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডাদের খোঁজ পায় পুলিশ। কিন্তু কবর পেয়ে আগেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। তবে বুধবার তারা নিজেদের এলাকায় আসে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। এদের মধ্যে একজন জমি বিক্রি করেছিল এবং আরেকজন সরকারি জমি কিনেছিল। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *