রাত পোহালেই শুরু হতে চলেছে চোপড়ার শতাব্দী প্রাচীন অষ্টমী দুর্গা পূজার জহড়া মেলা
1 min read
জয়দেব গোপ চোপড়া: রাত পোহালেই শুরু হতে চলেছে চোপড়ার শতাব্দী প্রাচীন অষ্টমী দুর্গা পূজার জহড়া মেলা। এই মেলাকে ঘিরে এলাকায় সাজো সাজো রব। মেলার দোকানদার,নাগরদোলা সহ চলছে জোর প্রস্তুতি।এবারে এই মেলার ১৩১তম বর্ষ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মেলা সম্বন্ধে মেলা কমিটির পক্ষে অজয় পাল জানান, প্রতি বছর শারদীয়া দুর্গা পূজার দশমীর ৮দিনে জহড়া দেবীর পূজা হয়।তবে শারদীয় দুর্গা পূজার মত এখানে চার দিনের পরিবর্তে এক দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পূজা হয়। সারারাত ধরে চলে এই পূজা আজ বৃহস্পতিবার এই পূজা শুরু হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুরোনো রীতি মেনে পূজার পর দিন অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে মেলা শুরু হবে,চলবে তিন দিন।এখানকার প্রতিমার গঠন শৈলী ও পূজার বিধি একটু ব্যতিক্রমী।যেমন শারদীয়া দুর্গা পূজার মত সিংহ বাহনে দুর্গা মহিষাসুর,কার্তিক গনেশ লক্ষী সরস্বতী সহ মোট ২৮টি দেব দেবীর পুজো হয় এখানে।একচালার মধ্যে দুর্গার সঙ্গে সাজানো থাকে শিব,বিষ্ণু, নারদ,রাম সীতা ,লক্ষী নারায়ণ, গঙ্গা সহ মোট ২৮টি মূর্তি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই মেলায় উত্তর বঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য বিহার,নেপাল ,সিকিম ভুটান থেকেও মেলা যাত্রী আসে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});