নিয়ন্ত্রন হাড়িয়ে বাড়িতে ঢুকে পড়ল ট্রাক হেমতাবাদে
1 min read
সুচন্দন কর্মকার :– নিয়ন্ত্রন হাড়িয়ে বাড়িতে ঢুকে পড়ল ট্রাক। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা হেমতাবাদের তিলগাঁও মোড় এলাকায়। এই দুঘটনায় কেউ আহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশে থাকা কাঁচা বাড়ির একাংশ। পুলিশ সূত্রে জানা গেছে এদিন দুপুরে বালুরঘাট সড়কে রায়গঞ্জ মুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হাড়ায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি বাসকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে প্রথমে। এরপর সেই গাছ সমেত টিনের বেড়া ভেঙ্গে ঢুকে যায় বাড়িতে। সৌভাগ্যক্রমে সে সময় বাড়িতে ছিল না গৃহকর্তা। এই ঘটনার পর ছুটে আসে আশে পাশের বাসিন্দারা এবং পুলিশ।দ্রুত গাড়ি সরানোর ব্যবস্থা করে পুলিশ রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেয়।এলাকার বাসিন্দা হেমতাবাদ ব্লক কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি খাবির মোহাম্মদ বলেন ১২ নাগাদ এই ঘটনা। রাস্তার পাশে এই বাড়ি ফেলু বর্মন নামে এক ব্যক্তির। খালি ট্রাকের বিশেষ কোনো ক্ষতি না হলেও দরিদ্র ফেলু বর্মনের কাঁচা বাড়ি ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ক্ষতিপূরণের দাবিতে ফেলু বর্মন পুলিশের দ্বারস্থ হয়েছে বলে খবর। পুলিশ ট্রাক আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমার তোলা ছবি দেওয়ার জন্য ধন্যবাদ