January 11, 2025

সরকারি নির্দেশ অমান্য করে প্রতিমা বিসর্জন হেমতাবাদে

1 min read
সুচন্দন কর্মকার :- সরকারি নির্দেশ অমান্য করে প্রতিমা বিসর্জন ও সেই বিসর্জন পর্বে অশান্তির ঘটনায় পুলিশ গ্রেফতার করলো তিন যুবককে। হেমতাবাদের মালোন দূর্গা পূজার প্রতিমা বিসর্জন ঘিরে এই অশান্তির ঘটনা হয়েছিল গত মঙ্গলবার দুপুরে। সেই ঘটনায় পুলিশ সুয়োমটো মামলা চালু করেছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে পুলিশ বুধবার রাতে গ্রেপ্তার করেছে তিনজনকে।ধৃতদের নাম মানবেন্দ্র সরকার (28) ও জয় সরকার(২৭),উভয়ের পিতা বিমল সরকার এবং অনিমেষ সরকার (22), পিতা অমল চন্দ্র সরকার। এদের বাড়ি মালোন সরকার পাড়ায়।ধৃতদের বৃহস্পতিবার পেশ করা হয়েছে রায়গঞ্জ জেলা আদালতে। পুলিশ আক্রান্ত হবার মতো জামিন অযোগ্য ধারাতে মামলা হওয়াতে অভিযুক্তদের জামিনের আবেদন বাতিল হয়ে গেছে বলে খবর। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিকে পুলিশের তরফে কড়া আইনি পদক্ষেপ নেবার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে মালোন সহ হেমতাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে সরকারি নির্দেশ ছিল 22 অক্টোবরের মধ্যে প্রতিমা  ভাসান  সমাপ্ত করতে হবে। কিন্তু হেমতাবাদের মালোন দুর্গা পুজো কমিটি এই নির্দেশ মানেনি বলে অভিযোগ। পুজো ঘিড়ে মেলার কারণে এই প্রতিমা 23 অক্টোবর মঙ্গলবার  দুপুরে বিসর্জন দেয় উদ্যোক্তারা।পুলিশের তরফে 21 তারিখ লিখিতভাবে এই পূজা কমিটির নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের ভিতর প্রতিমা ভাসান শেষ করার। এই অবস্থায় মঙ্গলবার দুপুরে ভাসানের মধ্যে অশান্তি বাঁধে। সেই অশান্তি আটকাতে গিয়ে বেশ কয়েকজন সিভিক আহত হয়। আক্রান্ত হন এসআই বাবলু শীলের নেতৃত্বে পুলিশ দল। এরপর পরিস্থিতি সামাল দিতে ওসি বিশ্বনাথ মিত্র বাড়তি বাহিনী নামিয়ে প্রতিমা ভাসানোর শেষ করে। এই ঘটনার জেরে পুলিশ মামলা চালু করে দূর্গা পূজার সাথে যুক্তদের বিরুদ্ধে। পুলিশ  আক্রান্ত হওয়া ছাড়াও বিসর্জন নিয়ে সরকারি নির্দেশ পালন না করা, রাস্তা আটকে শোভাযাত্রার মতো একাধিক অভিযোগ এনেছে পুলিশ। এই মালোন দূর্গা পুজো কমিটির একাংশের বিরুদ্ধে মঙ্গলবার এই মামলা চালু করে বুধবার লক্ষ্মীপূজার রাতে হেমতাবাদ থানা গ্রেপ্তার করে এক পরিবারে দুই ভাই সহ তিনজনকে। এবছর শান্তিপূর্ণভাবে বিসর্জন পর্ব এবং তার আগে পূজার  দিনগুলি  শান্তি কাটলেও সমাপ্তির এই অশান্তি আলাদা মাত্রা পেল হেমতাবাদে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *