January 11, 2025

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হলো চোপড়া

1 min read
মুতাহার কামাল  চোপড়া:- ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হলো চোপড়া। বৃহস্পতিবার চোপড়া ব্লকের ঘিরনিগাও গ্রামপঞ্চায়েতের দোলাপাড়ায় তৃণমূল কংগ্রেস এবং  জোট কর্মীদের মধ্যে সংঘর্ষ। ব্যাপক গোলাগুলি ও বোমাবাজি। এই ঘটনায় এক জোট কর্মীর মাথায় গুলি লাগে। সাথে আরো দুজন গুরুতর আহত।আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আলিফ হুসেনের বাড়িতে হামলা জোট কর্মীদের। বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সদস্য আলিফ হুসেনের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, চোপড়া আইসি বিনোদ গোজমের সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 সিপিএম কংগ্রেস জোট কর্মীদের অভিযোগ, তাদের জোট কর্মী নুরুল ইসলাম সহ তিন জন বাজার থেকে বাইক নিয়ে বাড়ি যাওয়ার পথে বেশ কয়েকজন দূস্কৃতি তাদের পথ আটকে প্রথমে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।একটা গুলি নুরুল ইসলামের মাথায় লাগলে তারা সকলে বাইক নিয়ে পরে যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 এরই মধ্যে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসলে কয়েকটা বোম ফাটায় এবং এলোপাথাড়ি গুলি চালিয়ে এলাকা থেকে চম্পট দেয়। তারা সবাই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আখতার জানান, অামাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন । জোট কর্মীরাই আমাদের এক পঞ্চায়েত সদস্যর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই ব্যাপারে আমরা থানায় অভিযোগ করবো। চোপড়া থানার আইসি বিনোদ গজমের জানান, গুলি চালানোর ঘটনা ঘটেনি। বাঁশের আঘাতে একজনের মাথা ফেটে গেছে। কেউ গ্রেফতার হয়নি। তদন্ত শুরু হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *