বেলুড়ে সাংসদ তহবিল অর্থে উচ্চবাতি স্তম্ভের উদ্বোধন
1 min read
কৌশিক ঘোষ,হাওড়া: শনিবার সন্ধ্যায় বেলুডের ৫৬ নম্বর ওয়ার্ডে জি.টি রোডের ধারে সাংসদ প্রসূন ব্যানার্জীর সাংসদ তহবিল অর্থ ব্যায়ে নির্মিত তনটি উচ্চ বাতি স্তম্ভের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ প্রসূন ব্যানার্জী, হাওড়া পৌরনিগমের পৌরপিতা পল্টু বনিক,সমাজসেবী ইন্দ্রনীল বসু, পৌরপিতা প্রবীর রায় চৌধুরী, কৈলাস মিশ্র, রেওয়াজ আহমেদ, পৌরমাতা চৈতালি বিশ্বাস সহ অন্যান্য পৌরপ্রতিনীধিরা উপস্থিত ছিলেন।
সাংসদ প্রসূন ব্যানার্জী নিজে হাতে এই তিনটি উচ্চ বাতিস্তম্ভের উদ্বোধন করেন। সাংসদ জানান মানুষের জন্য কাজ করতে পেরে তিনি খুবই খুশি। আগামীদিনে আরো বেশকিছু এইধরনের বাতিস্তম্ভ বিভিন্ন ওয়ার্ডে বসবে।