December 31, 2024

দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকে সিঙ্গারদহ গ্রামে শুরু হচ্ছে দূর্গাপূজা

1 min read

দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকে সিঙ্গারদহ গ্রামে শুরু হচ্ছে দূর্গাপূজা

প্রদীপ সিনহা  দূর্গা পূজার রেশ কাটতে না কাটতেই উত্তর দিনাজপুর জেলার করনদিঘি ব্লকে সিঙ্গারদহ গ্রামে শুরু হচ্ছে দূর্গাপূজা।স্থানীয় মানুষের কাছে সোনামতি কুম্ভরানি হিসেবে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই পূজা।শনিবার বির্ষজন। পূজাকে ঘিরে উৎসবে মেতেছে করনদিঘি ব্লকের মানুষ।কথিত আছে, করনদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে এক কুম্ভকার ছিলেন। সেই কুম্ভকারই এই পূজার প্রচলন করেছিলেন। দূর্গাপূজার আটদিন পরের মঙ্গলবার এখানে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ এই পূজার জন্য মুখিয়ে থাকে।

মঙ্গলবার পূজার পর বুধবার থেকে বিশাল মেলা বসে। শনিবার পর্যন্ত এই মেলা চলার পর প্রতিমা বির্ষজন হয়। করোনা আবহের কারনে গতবছর প্রশাসনিক ভাবে থেকে এই মেলার অনুমতি দিচ্ছে না। এবছরও করোনার বিধি লাগু থাকায় প্রশাসনিকভাবে মেলা করার অনুমতি দেয় নি। মেলা না হলেও দীরদূরান্ত থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষ সহ আপামর বাঙালী এই পূজায় মেতে ওঠে। পূজা কমিটি সম্পাদক সুভাষ চন্দ্র সিনহা জানান, বাঙালীর সব চেয়ে বড় উৎসব দূর্গাপূজা। এই ইৎসবকে ঘিরে মানুষ নতুন জামা কাপড় পড়ে পূজা দেখতে বের হন। সিঙ্গারদহ গ্রামের মানুষ এই সোনামতি কুম্ভরানী দূর্গাপূজার জন্য অপেক্ষায় থাকেন। এই পূজাতেই তারা নতুন জামা কাপড় কেনেন। পূজার পাঁচদিন এলাকার মানুষ উৎসবে মেতে ওঠেন। রাত পোহালেই দূর্গাপূজা শুরু হবে। তার শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে সিঙ্গারদহ গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..