January 4, 2025

প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বঙ্কিম সরকার

1 min read

প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বঙ্কিম সরকার

তনময় চক্রবর্তী কালিয়াগঞ্জ এর উন্নয়নের রূপকার কার্তিক চন্দ্র পাল ,বলেই ফেললেন কালিয়াগঞ্জ এর  তৃণমূল নেতা বঙ্কিম সরকার। গতকাল রাতে দক্ষিণ আখানগর সার্বজনীন দুর্গাপূজা কমিটি বিসর্জন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। আর সেখানেই কালিয়াগঞ্জ এর তৃণমূল নেতা বঙ্কিম সরকার কে দেখা যায় মাইক হাতে  বলতে কালিয়াগঞ্জ শহরের যা কিছু পরিবর্তন হয়েছে তা সবই হয়েছে শহরের উন্নয়নের কান্ডারী কার্তিক চন্দ্র পালের হাত ধরে।

শহরে যেমন তার হাত দিয়ে তৈরি হয়েছে বিনোদন পার্ক তেমনি তৈরি হয়েছে বাস স্ট্যান্ড তেমনি শহর জুড়ে যে আলোয় আলোকিত হয়েছে সেটা তে ও কার্তিক পাল এর অবদান প্রচুর। তাই সব মিলে বলা চলে কালিয়াগঞ্জ শহরের রূপকার কার্তিক চন্দ্র পাল। গতকাল যখন বিসর্জনের শোভাযাত্রা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল প্রাক্তন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি তথা বর্তমান ১০  নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বঙ্কিম সরকারকে জোরের সঙ্গে বলে  পূর্বতন কালিয়াগঞ্জ পৌরসভা র প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্র পালের পক্ষে এই ধরনের সওয়াল করতে। যা অনেকেই হতবাক হয়ে যান। এক সাক্ষাৎকারে বঙ্কিম সরকার বলেন যেটা সত্য সেটা আমি বলবো। কালিয়াগঞ্জ শহরের যিনি খোলনলচে পাল্টে দিয়েছেন তাকে আমরা অস্বীকার করব কিভাবে। আজ কালিয়াগঞ্জ শহরে যা কিছু হয়েছে তার হাত ধরেই। তাই তিনি কালিয়াগঞ্জ বাসীর কাছে চিরকালই উন্নয়নের কান্ডারী হয়ে থাকবেন। বঙ্কিম বাবু বলেন এই ধরনের মানুষকে আগামী দিনেও কালিয়াগঞ্জ বাঁশি দেখতে চাই আবারো স্বমহিমায়।বঙ্কিমবাবু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মানবিক হৃদয় নিয়ে সারা রাজ্যে কাজ করে চলেছেন সাধারণ মানুষের সাথে তা নজিরবিহীন। আর সারাবাংলা সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিয়ে কালিয়াগঞ্জ শহর এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *