January 10, 2025

নিখিল ভারত বঙ্গ সাহিত্ত্য সম্মেলনে পুরস্কৃত হলেন সংগীতশিল্পী ব্রজগোপাল বৈষ্ণব

1 min read

তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–মেদিনীপুরের কাথিতে অনুষ্ঠিত একবিংশতিতম  নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে শ্রেষ্ঠ লোক সাহিত্য রচনার জন্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার মহারাজাহাটের বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ব্রজগোপাল বৈষ্ণবকে ২০১৮সালের জন্য  সিধার্থ দরিপা স্মৃতি পুরস্কার দেওয়া হয় গত ২৭শঅক্টোবর।বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ব্রজগোপাল বৈষ্ণবের হাতে পুরস্কার তুলে দেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য সম্পাদক পবিত্র মুখার্জি ।
পুরস্কার হিসেবে ব্রজগোপাল বৈষ্ণবকে দেওয়া হয় একটি স্মারক পত্র ও মোমেন্টো। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কেন্দ্রীয় সহ-সভাপতি  ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য,রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী,সাংসদ শিশির অধিকারী ,সাংসদ দিব্যেন্দু অধিকারি কাঁথি পৌরসভার পৌর পিতা সৌমেন্দ্র অধিকারী, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের রাজ্য সভাপতি দিলীপ সাহা,সংগঠনের কেন্দ্রীয় সচিব জয়ন্ত ঘোষ এবং অভ্যর্থনা সমিতির সম্পাদিকা কৃষ্ণা পাহারী।
বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ব্রজগোপাল বৈষ্ণব বলেন গ্রাম্য লোক সঙ্গীত শিল্পীকে এইভাবে পুরস্কৃত করায় তিনি গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *