January 10, 2025

বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের জন্মদিন মহাসমারোহে পালন করল কালিয়াগঞ্জ এর বুবাই মোদক

1 min read

তন্ময় চক্রবর্তী ও শংকর গুপ্তা ছোটবেলা থেকেই বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের বিভিন্ন
সিনেমা তাঁর ভালো লাগত ।আজও সেই একই ভাবে ভালো লাগা । তাই আজ ও ভিশন ফ্যান তার।  আর তাই ভালোবাসার  প্রিয় পাত্র কে ভালোবাসার দিনে যদি কিছু না করা
যায় তাহলে কি হয় ?  সেরকমই একজন উত্তর
দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বুবাই মোদক।
 তিনি গত ছয় বছর ধরে একই  কায়দায় কিং খানের জন্মদিন পালন করে আসছেন।  এ বছর 
ও  ভোলেন নি তার কিং এর জন্মদিন    পালন করতে।  তাই আজ বুবাই  বন্ধুদের নিয়ে  বলিউড বাদশা কিং খানের জন্মদিন  মহাসমারোহে পালন করল তার নিজের বাড়িতে।  আয়োজনের কোনো ত্রুটি নেই ছিল কিং খানের ছবি
দিয়ে একটি মস্ত বড় কেক। ছিল পাশে সেই গান।  ছিল রঙ বেরঙের বেলুন ।
                                                                ছবি তুফান মোহন্ত

 ছিল ছিল আতশবাজি । সবশেষে
কবজি ডুবিয়ে খাই দাই ।কোন কিছুতেই কমতি ছিল না বুবাইয়ের ।  তার বক্তব্য আর পাঁচজনের চেয়ে তার প্রিয় পাত্র
কিং খান কম কিসের ?  তিনি তো নানাভাবে
দেশের বিভিন্ন কোনায় কোনায় বহু মানুষকে উপকার করে থাকেন, পাশাপাশি তিনি তার
অভিনয় দক্ষতার মাধ্যমে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছেন।

                                                         ছবি তুফান মোহন্ত
  তাই তিনি কোন অংশে কম নয় আর পাঁচজন গুনি
মানুষের চেয়ে।  তাই গুরুর জন্মদিন আজ বন্ধুদের
নিয়ে করলেন বুবাই তার বাড়িতে।  বুবাই
জানায় গত ছয় বছর ধরে তার গুরুর প্রতি এই ভাবেই তার জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে
আসছেন ।  আজ কিং খানের জন্মদিন ।

                                                      ছবি তুফান মোহন্ত
 সকাল থেকে
তাই  বুবাই ভীষণ ব্যস্ত ছিল । কারণ একটাই
বন্ধু-বান্ধবদের একসাথে করে গুরুর জন্মদিন করবে সবচেয়ে ভালো করে।  আর সেটাই করে দেখালো কালিয়াগঞ্জ পাবনা কলোনির
বুবাই মোদক। আজ  তার বাড়িতে গেলে দেখা
যায় চারিদিকে শুধু শাহরুখ খান এর ছবি দিয়েই দেওয়ালে মোরা রয়েছে।  শুধু সে   সকাল-সন্ধ্যা নিয়মিতভাবে প্রতিদিন ই  গুরুর ছবির সামনে গিয়ে প্রদীপ দেখিয়ে পুঁজও করেন
  । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তবে বছরের আর পাঁচটার সময় যাই করুক না কেন গুরুর জন্মদিনের কথা কিন্তু অক্ষরে
অক্ষরে মনে থাকে তাই এ দিনটিতে।  তাকিয়ে
থাকে বছরের প্রথম দিন থেকে কবে আসবে সেই দিন । হয়তো সামনাসামনি গুরুকে দেখার
সৌভাগ্য হয়নি তার  কিন্তু মনে প্রানে তিনি
বিশ্বাস করেন গুরু তার পাশেই রয়েছে।  তাই
শিষ্য হিসেবে তার যা করনীয় তিনি এই ভাবেই করে যাবেন  সারা জীবনই ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 কারণ একটাই কিং খান তার হৃদয়ে আছে।উল্লেখ্য
আজ বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের ৫৩  তম জন্মদিন ।
তার
প্রায় ৩.২ বিলিয়ন ভক্ত
 ১৯৬৫ সালের ২
নভেম্বর মুসলিম পরিবারে বিখ্যাত ভারতীয় এ অভিনেতা জন্মগ্রহণ করেন।
অনানুষ্ঠানিকভাবে তাকে এসআরকে হিসেবে ডাকা হয়।
একাধারে তিনি একজন অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবপ্রেমিক।১৯৮০ এর শেষের দিকে
বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯২
সালে মুক্তিপ্রাপ্ত দিওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ
করেন। 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এরপর তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি
অর্জন করেন।শাহরুখ খান চৌদ্দবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এর মধ্যে আটটিই
সেরা অভিনেতার পুরস্কার। তিনি বলিউডের অন্যতম সফল অভিনেতা। হিন্দি চলচ্চিত্রে
অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত
করে।বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় ৩.২ বিলিয়ন
ভক্ত। ২০০৮ সালে নিউজউইক তাকে বিশ্বের ৫০ ক্ষমতাশীল ব্যক্তির তালিকায় স্থান দেয়।অভিনেতা
হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে
স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *