January 10, 2025

আগামী তিন বছরের জন্য প্রতীতির বলিষ্ঠ কার্যকরী কমিটি গঠন

1 min read
নিজস্ব প্রতিনিধি--সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের  ভ্রাম্যমান সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা  প্রতীতির আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।জানা যায় নুতন কার্যকরী কমিটিতে  তপন কুমার চক্রবর্তীকে(প্রাক্তন শিক্ষক) সভাপতি ও অরুন কুমার দাস ও প্রদীপ রায়কে যুগ্ম সম্পাদক করে ২৪জনের একটি শক্তিশালী কার্যকরী কমিটি সর্বসন্মতিক্রমে গঠন করা হয়।নুতন যুগ্ম সম্পাদক অরুন দাস ও প্রদীপ রায় জানান আগামী ৪ঠা নভেম্বর রবিবার প্রতীতি র বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে  সংস্থার অন্যতম যুগ্ম সম্পাদক প্রদীপ রায়ের নিজস্ব বাড়িতে সঠিক সন্ধ্যা ৬ ঘটিকায়।সংস্থার প্রতিটি সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *