তৃণমূল নেতা তারেক আহমেদ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাই জেলা সভাপতির কাছে নালিশ জানিয়েছি বললেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি দধি মোহন দেব শর্মা
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- পার্টির আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কোন কর্মীরই উচিত নয় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা । এতে দলের ভাবমূর্তি নষ্ট হয় । যেভাবে জেলা পরিষদের তৃণমূলের জয়ী সদস্য মামেনা আহমেদ এর স্বামী তথা তৃণমূল নেতা তারেক আহমেদ মুখ খুললেন সংবাদমাধ্যমের কাছে তা খুবই দুঃখজনক । এইভাবে তার কথা বলা সংবাদমাধ্যমের কাছে কোনোভাবেই উচিত নয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি দধি মোহন দেব শর্মা এক একান্ত সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন যে কোন কর্মীর উচিত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পার্টির উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তা জানানো। সংবাদমাধ্যমের কাছে নয় । যেটা তারেক আহমেদ করলো তাতে দলের ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন হয়েছে । তিনি বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘুদের পাত্তা দেওয়া হচ্ছে না বলে যে ভাবে বলা হচ্ছে তা সঠিক নয়। পঞ্চায়েত গঠনে অনেক জায়গাতেই কালিয়াগঞ্জে সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়া হয়েছে । তিনি বলেন তৃণমূল কংগ্রেস জাতি তত্ত্বের উপর চলে না ।
এখানে হিন্দু, মুসলমান,খ্রীষ্টান সব দলেরই সমান গুরুত্ব । পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদের প্রার্থী মামেনা আহমেদের নির্বাচনী প্রচারে তিনি কোন সহযোগিতা করেননি বলে তারেক বাবু যে অভিযোগ করেন সে প্রসঙ্গে দধি বাবু বলেন এটা ভুল বলছেন তারেক বাবু কারণ মুস্তাফা নগর, হাট কালিয়াগঞ্জ, এগুলোতো উনারই নির্বাচনী এলাকার মধ্যে পড়ে । দধি বাবু বলেন তিনি যখন রোড শো করেছেন তখন তো তিনি এইসব এলাকার উপর দিয়ে প্রচার করেছেন। তাছাড়া তিনি নিজেও প্রার্থী হয়েছিলেন জেলা পরিষদের ।
তাই সব জায়গায় তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তারেক বাবু যা বলছেন সব ভুলভাল কথা বলছেন । তাকে ভুলে গেলে হবে না যে দলের প্রার্থী হয়েছেন বলে তার স্রী মামেনা আহমেদ জয়ী হয়েছেন।তার একার কোন
কারিশমা নেই ।
কারিশমা নেই ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দধি বাবু বলেন দলে তাকে সবসময় মর্যাদা দেয়া হয়ে থাকে । তাই দলে আসার পর তারেক বাবুর স্ত্রীকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। দধি বাবু বলেন, তার হাত দিয়ে তারেক বাবু দলে এসেছেন আর এখন ভুলভাল কথা বলছেন তার বিরুদ্ধেই । দধি বাবু আরো বলেন তারেক আহমেদ এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলেছেন এটা
ঠিক নয়। তাই তারেক বাবুর বিরুদ্ধে জেলা সভাপতির কাছে নালিশ জানিয়েছি ।
ঠিক নয়। তাই তারেক বাবুর বিরুদ্ধে জেলা সভাপতির কাছে নালিশ জানিয়েছি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার দল যার সিদ্ধান্ত নেওয়ার নিবে। কারণ দলের উর্ধ্বে কেউ নয়। কেউ যদি কিছু বলে তাকে তো মুখ বন্ধ করে রাখা যাবে না তাই তারেক বাবুর কথা গুরুত্ব না দিয়েই বলেন তিনি বলেন, কুচ তঃ লোগ কেহতা হ্যায়।সব শেষে দধি বাবু বলেন তারেক বাবুর মন খারাপ হওয়ার কথা নয়। কে কে দপ্তর পেয়েছে সেটাও এখনো জানা যায়নি এতে কারা কারা হবে সেটা রাজ্য নেতৃত্বই&nbs
p; ঠিক করবে তারেক বাবু নয়।
p; ঠিক করবে তারেক বাবু নয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});