ছত্রিশগরের ভিলাইয়ে জাতীয় স্তরের নৃত্য (কত্থক)প্রতিযোগিতায় গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রীদের জয়জয়কার
1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–গত ২৬ ও ২৭শে অক্টোবর ছত্রিশগড়ের ভিলাই সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয় ছাত্রীদের জয় জয় কার।
এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ গন্ধর্ব নিত্য মহাবিদ্যালয় এর অধ্যক্ষা শ্রীমতি বাণী চক্রবর্তী বলেন তারা সর্বভারতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য ছত্রিশগড়ের ভিলাই থেকে ডাক পেয়েছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাণী চক্রবর্তী বলেন তার গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয় ছাত্রী সিনিয়র বিভাগে কত্থক নৃত্য প্রতিযোগিতায় ঐশ্বর্য ভদ্র এবং অহনা চক্রবর্তী যথাক্রমে তৃতীয় ও দ্বিতীয় স্থান দখল করে।এছাড়াও সাব জুনিয়র বিভাগে কত্থক নৃত্যে অদ্রিজা দাশ প্রথম এবং দেবাঞ্জনা সেনগুপ্ত ও শ্রীময়ী মজুমদার কত্থক নৃত্যে অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড লাভ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ গন্ধর্ব নিত্য মহাবিদ্যালয় এর অধ্যক্ষা বাণী চক্রবর্তী আরো জানান পরের দিন 27 শে অক্টোবর ভিলাই তে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে ভারত সংস্কৃতি মহোৎসব উৎসবে তাদের বিদ্যালযের ছাত্রী সিনিয়র বিভাগে যথাক্রমে অহনা চক্রবর্তী ও ঐশ্বর্য্য ভদ্র যুগ্মভাবে কত্থক নৃত্যে প্রথম স্থান দখল করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি আউটস্ট্যান্ডিং পারফর্মেন্সের জন্য আন্তর্জাতিক স্তরে এক্সেলেনসি সার্টিফিকেট লাভ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সঙ্গে ওই একই বিভাগে দেবাঞ্জনা সেনগুপ্ত এবং শ্রীময়ী মজুমদার যুগ্মভাবে তৃতীয় স্থান দখল করে।ভিন রাজ্যে গিয়ে একটি নৃত্য মহা বিদ্যালয়ের এতবড় কৃতিত্বের জন্য সমগ্র উত্তর দিনাজপুর তথা কালিয়াগঞ্জের আপামর সাংস্কৃতিক মনোভাবা সম্পন্ন মানুষ এই দুর্লভ জয়ের জন্য জয়ী ছাত্রীদের সাথে কালিয়াগঞ্জ গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি বাণী চক্রবর্তী কে অভিনন্দন জানান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});