January 10, 2025

দীপাবলির প্রাকমুহুর্তে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী চাঁদের হাটেঐক্যের বার্তা

1 min read
তন্ময়  চক্রবত্তী ,সত্যেন মহন্ত  ঃ- এ যেন  যেন চাঁদের হাট বসেছিল দীপাবলির প্রাকমুহুর্তে। ঐক্যের বার্তা নিয়ে হাজির ছিল সবাই ।আর শ্রোতা হিসেবে দর্শকাসনে তিল ধারণের জায়গা ছিল না। কিন্তু কেন বসে ছিল সেই চাঁদের হাট,আর কারা কারাই বা উপস্থিত ছিল সেখানে ? 
 আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী উপলক্ষে কালিয়াগঞ্জে নবীন ও প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে চাঁদের হাট বসেছিল কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতন ।
সেখানে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন লাহা থেকে শুরু করে  মদন গোপাল কর্মকার  জীবন নায়ক এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম  ঘোষ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মদক্ষ তথা মহিলা তৃণমূল নেত্রী পূজা আচার্য  ,
প্রাক্তন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলার কার্যকরী সভাপতি জয়ন্ত সাহা ,  উপ পৌরপতি বসন্ত রায় , প্রাক্তন তৃণমূলের কমিশনার ঈশ্বর রজক তেমনি ছিল ব্লক যুব কংগ্রেস নেতা রাজু ঘোষ , তারেক আহমেদ  ,কালিয়া গঞ্জ শহর যুব তৃণমূল সভাপতি অমিত দেবগুপ্ত সহ কালিয়াগঞ্জ পৌরসভার তৃণমূলের সকল কমিশনারগন , জেলার যুব তৃণমূল কংগ্রেস  এর সহ সভাপতি পিন্টূ মোদক এবং   কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি রাজীব  সাহা,  ।
যেন মনে হচ্ছিল এ যেন এক চাঁদের হাটে মিলন মেলা।শুরুতেই ব্রততী দাসের কন্ঠে রাজ্যের উন্নয়নের কান্ডারী মমতা ব্যানার্জির লেখা সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা মনোরঞ্জন লাহা।  একে একে চলে পুষ্পস্তবক দিয়ে বরণ পর্ব প্রবীণ থেকে নবীন সকল স্তরের তৃণমূল কর্মীদের।
 এরপর ক্ষুদে নৃত্য শিল্পীরা পরিবেশন করে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীর উপর একটি নিত্য যা উপস্থিত সকলের মনকে ছুঁয়ে যায় ।এরপর আবারো এক ক্ষুদে শিল্পী পৃথা রজক তার আবৃত্তির মাধ্যমে সকলের মন জয় করে নেয়। পাশাপাশি এদিন শিক্ষিকা সোমা চক্রবর্তীও আবৃত্তি পরিবেশন করেন। এ দিনের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাত্তিক চন্দ্র পাল বলেন এখন এগিয়ে যাওয়ার সময়  ,ফিরে তাকাবার সময় নেই আর  ।

তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরজুড়ে উন্নয়নের কর্মকান্ড শুরু হয়েছে। কার্তিক বাবু বলেন বিগত দিনে যারা পৌরসভায় ক্ষমতায় ছিলেন  সি পি এম ও কংগ্রেস। তারা কালিয়াগঞ্জ শহরকে ৩০বছর পিছিয়ে দিয়েছে। তারা সময় ও সুযোগ পেয়েছিল উন্নয়ন করার। কিন্তু তারা কোন কাজ করেনি। আজ কালিয়াগঞ্জ পৌরসভা পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস আশায় তারা এখন দেখিয়ে দিচ্ছে শহরের উন্নয়ন কাকে বলে। শহরের রাস্তাঘাট থেকে শহরের নিকাশি ব্যবস্থা এছাড়া কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ায় বিনোদন পার্কের কাজ চলছে জোরকদমে । পাশাপাশি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন কাজে এগিয়ে চলছে কালিয়াগঞ্জ পৌরসভা ।
তিনি  বলেন এই পৌরসভার শুধুমাত্র কংক্রিটের রাস্তা উন্নয়নের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে না পৌরসভা শহরের মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা কে আরো জাগ্রত করতে  পৌর উৎসবেরও আয়োজন করেছি আমরা গত বছর থেকে। এ বছর সেই উৎসব ইতিমধ্যেই শুরু হয়েছে।তিনি বলেন এবারে পৌর উৎসব আগামী ১৪ ই নভেম্বর থেকে ১৮ ই নভেম্বর পর্যন্ত চলবে সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তিনি বলেন উৎসবের শেষদিনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব বন্দোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন ।তিনি সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি বার্তা দিয়ে বলেন কোনো ভেদাভেদ নয় ,  আসুন সকলে মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নের কর্মকান্ডে শামিল হয়ে কালিয়াগঞ্জ শহরকে সুন্দর শহর করে এগিয়ে নিয়ে চলি। তিনি এদিন শুভ বিজয়ার শুভেচ্ছা ও আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের বলেন খুব শিগ্রই কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নতুন একটি দলীয় কার্যালয় হতে চলছে। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক অসীম ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে তাতে বিরোধীরা ভয় পেয়ে গেছে।তাই বিরোধীরা রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চলছে ।

এই সময় সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে ।আজ উন্নয়নকে হাতিয়ার করে তিনি বলেন সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও উন্নয়নের সুনামি বইছে। এবারের লোকসভা নির্বাচনে দলের প্রার্থী যেই হোক না কেন তাকে এই কালিয়াগঞ্জ বিধানসভা থেকে বিপুল ভোটে লিড  দিতে হবে  । আর এতে সকল স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে  এখন থেকে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মদক্ষ   তথা  জেলা  মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী পূজা আচার্য জানান কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল যেভাবে উন্নয়নের কর্মকান্ড শুরু করেছে তার  কথায় নজিরবিহীন।

এইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ডে সকলকে  আসতে হবে।তিনি এদিন সকলকে শুভ বিজয়া পাশাপাশি শুভ দীপাবলীর আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন দীপাবলিতে সকলে দারুণ আনন্দ করুন তবে একটা কথা সকলকে মনে রাখতে হবে যেন কোনো বাজি  পথচলতি শিশুদের বা দর্শনার্থীদের গায়ে না পরে।

 এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে । এদিনের অনুষ্ঠানে প্রবীণ ও নবীন তৃণমূল কংগ্রেস কর্মীরা কালিয়া গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কাত্তিক চন্দ্র পাল এর ভূয়সী প্রশংসায় ছিলেন অনুষ্ঠানে শুরু থেকে । আজকের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান মঞ্চে  কালিযাগঞ্জের কংগ্রেস সমর্থিত মনিবাগের  প্রতিবাদ ক্লাবের সমস্ত সদস্যরা একযোগে সবাই  মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারে অভিভূত হয়ে  তৃণমূল কংগ্রেসে যোগ দেন।প্রবীণ তৃণমূল নেতা মনোরঞ্জন লাহার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন কংগ্রেস সমর্থিত প্রতিবাদ ক্লাবের শতাধীক সমর্থসকেরা।সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে পরিচালনা করেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রাক্তন উপ পৌরপতি কমল ঘোষ। 

6 thoughts on “দীপাবলির প্রাকমুহুর্তে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী চাঁদের হাটেঐক্যের বার্তা

  1. As a PDE5 inhibitor, Cialis can interact with other medications, including medications prescribed to treat hypertension high blood pressure , fungal infections, cardiovascular health issues such as coronary artery disease CAD and heart failure, as well as other medical conditions buy cialis canada pharmacy MISSED DOSE If you are taking this medication on a regular schedule and you miss a dose, take it as soon as you remember

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *