বাগডোগরার মমতা নগরে সাত দিনব্যাপী মহাসমারোহে পুরান,ভাগবত পাঠ ও মহা যজ্ঞানুষ্ঠান
1 min read
চিত্তরঞ্জন দেবভূতি–মমতানগর–উত্তরবঙ্গের বাগডোগরা মমতা নগরে রূপ সিংজোত সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সাত দিনব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে পুরান, ভাগবত পাঠ ও মহাযজ্ঞাঅনুষ্ঠান।এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় গত ৩১ শে অক্টোবর এবং চলবে আগামী ৬ই নভেম্বর পর্যন্ত।
এই ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন প্রচুর মানুষের ভির হয় বলে জানা যায়।পার্শবর্তী দেশ নেপাল ও ভুটান থেকেও অনেকেই এই ধর্মীয় অনুষ্ঠান যোগ দিতে আসেন বলে এই এলাকার বিশিষ্ট ব্যক্তিগনের কাছ থেকে জানা যায়।অনুষ্ঠান শুরুর দিন কলস নিয়ে বিশাল শোভাযাত্রা বের হয়।প্রতিদিন প্রচুর দর্শনার্থীদের প্রসাদ দেওয়া হয়ে থাকে বলেও জানা যায়।দার্জিলিং জেলার মমতানগরের রূপসিংজোত সমাজ কল্যাণ সমিতির সদস্যরা জানান তাদের এই ধর্মীয় অনুষ্ঠান দ্বিতীয় বর্ষে পা দিল।