January 4, 2025

রায়গঞ্জে দ্বিতীয় ওপেন ডিস্ট্রিক্ট ইনভাইটেশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

1 min read

রায়গঞ্জে দ্বিতীয় ওপেন ডিস্ট্রিক্ট ইনভাইটেশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৭ শে সেপ্টেম্বর :,উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমির উদ্দ্যোগে রায়গঞ্জে গত দুইদিন ধরে সেকেন্ড ওপেনT ডিস্ট্রিক্ট ইনভাইটেশন্যাল ক্যারাট চ্যাম্পিয়নশিপ ২০২১।জানা যায় মোট চারটি ইভেন্ট এই প্রতিযোগীতায় ছিল। জানা যায় ইন্ডিভিডুয়াল কাটা – বয়স ১২থেকে ১৪ প্রতিযোগিতায় প্রথম-শুভ্র -দীপ সরকার।দ্বিতীয়-দীপ রায় সরকার এবং তৃতীয় -রাজগীর গুপ্তা।
বয়স-১৪–১৬
প্রথম -সৌনাভ সাহা দ্বিতীয়-বিপ্লব সাহা।
বয়স-১৮ উর্ধে
প্রথম-অতনু দেবনাথ। দ্
দ্বিতীয়-রাজকুমার মাহাত
তৃতীয়-বুবাই কর্মকার।
ব্যক্তিগত বালিকা বিভাগ- কাটা-১৪-১৬
প্রথম-সায়ন্তী ঘোষ
দ্বিতীয়-অঙ্কিতা ঘোষ।
বয়স ১৬-১৮
প্রথম-রিঙ্কি সাহা
দ্বিতীয়-অনুরিমা অধিকারী
তৃতীয়-সুস্মিতা মাহাত।
বয়স১৮উর্ধে _

 


প্রথম -সুপর্ণা সেন
দ্বিতীয়-মধুমিতা রায়
কুমিট বালক ১১-১৫
প্রথম -সৌরভ রায়
দ্বিতীয়-প্রিয়ম চৌধুরী
তৃতীয় সৌদীপ চৌধরী

বয়স ১৫ উর্ধে
প্রথম -সৌনাভ সাহা

দ্বিতীয়-রাজকুমার মাহাত
তৃতীয়-অতনু দেবনাথ

কুমিত্তি – বালিকা বিদ্যালয়ের১৩-১৫

প্রথম সায়ন্তী ঘোষ
দ্বিতীয় অঙ্কিতা ঘোষ
তৃতীয় শ্রেয়সী দত্ত
বয়স- ১৫ উর্ধে
প্রথম-অরুনিমা অধিকার
দ্বিতীয় সুপর্ণা সেন
তৃতীয়।রিঙ্কি সাহা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুনাল চৌধুরী, চিত্তরঞ্জন ভৌমিক,অমিত ব্যানার্জী এবং , মুক্ত চ্যাটার্জ।প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন শিহান শিবু কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *