বরুনা অঞ্চলের বিপজ্জনক মঙ্গলদহ ব্রিজ সংস্কারের প্ৰতিশ্রুতি দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়-
1 min readবরুনা অঞ্চলের বিপজ্জনক মঙ্গলদহ ব্রিজ সংস্কারের প্ৰতিশ্রুতি দিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়-
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৭,সেপ্টেম্বর:কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধীন মঙ্গলদহের বিপজ্জনক সেতু পরিদর্শনে যান কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।বিধায়ককে সামনে পেয়ে গ্রামবাসীরা বলেন কয়েক বছর ধরে ভাঙা ব্রিজের উপর দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে হয়।বার বার আবেদন করা স্বত্বেও ব্লক প্রসাশন কোন নজর দেয়নি।গ্রাম বাসীদের বক্তব্য কয়েক বছর ধরে এই সেতু সংস্কারের দাবি জানালেও কালিয়াগঞ্জ ব্লকের ব্লক প্রসাশন,এলাকার বিধায়ক সংস্কার করে দেবার প্রতিশ্রুতি দিলেও কোন কাজ করেনি।সাধারণ মানুষ চরম সমস্যার মধ্য দিয়ে এই সেতুর উপর দিয়ে প্রানের
ঝুঁকি নিয়ে যাতায়াত করে।সোমবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় মঙ্গল দহে সেতু পরিদর্শনে গিয়ে গ্রাম বাসীদের আশ্বাস দিয়ে বলেন আগামী ৪থেকে ৫ মাসের মধ্যে এই সেতুর সংস্কার করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলে এলাকার।মানুষ খুশি হন।বিধায়ক সৌমেন রায় বলেন কালিয়াগঞ্জের মানুষ আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে।আমি এই পাঁচ বছরে কালিয়াগঞ্জের কি শহর কি গ্রাম উভয় এলাকার ব্যাপক উন্নয়ন ঘটিয়ে কালিয়াগঞ্জের মানুষদের দেখতে চাই আমি এই পাঁচ বছরে কি করতে পারলাম।মানুষজন বিধায়কের কথা শুনে খুশি হয় বলে জানা যায়। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন আমি যা কথা দিই সেভাবে কাজ করি।আমার উপর ভরসা রাখুন,দেখবেন আর কারো কাছে দরবার করতে হবেনা। কালিয়াগঞ্জে তৃণমূলের বিধায়ক সৌমেন রায় মঙ্গল দহে ব্রিজ পরিদর্শনে গেলে তার সাথে ছিলেন তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূলের মহাসচিব হিরন্ময় সরকার(বাপ্পা) যুব নেতা রাজু ঘোষ সহ বেশ কিছু দলীয় সমর্থকগন।