জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার মৃধা কে কাছে পেয়ে ব্লাড ব্যাংকেরদাবি জানালো কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল
1 min read
তন্ময় চক্রবত্তী ঃ- সারা জেলার মধ্যে সবচেয়ে বেশি রক্তদান শিবির হয় কালিয়াগঞ্জে সারা বছরই, তাই কালিয়াগঞ্জ এ খুব জরুরী একটি ব্লাড ব্যাংকের। গতকাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ত্রিধারা সংঘের শ্যামা পূজার উদ্বোধন করতে এসে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ কুমার মৃধা কে কাছে পেয়ে এই দাবি জানালো কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাত্তিক চন্দ্র পাল ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন তার আশা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক খুবই কর্মঠ ও দক্ষ একজন স্বাস্থ্য আধিকারিক। তিনি সব সময় জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে লক্ষ্য রাখেন। তাই তার আশা কালিয়াগঞ্জ বাসির দীর্ঘদিনের একটি দাবিকে প্রাধান্য দিয়ে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। পৌরপতি এ দিন বলেন কালিয়াগঞ্জ হাসপাতালে যাতে একটি ওপিডি সেন্টার করা যায় দ্রুত এবং তার পাশাপাশি কুনোর হাসপাতালের মান উন্নয়নে জেলার স্বাস্থ্য দফতরকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। পৌরপতি বলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক খুবই উদ্যোগী , মানুষের প্রয়োজনের কথা সব সময় চিন্তা ভাবনা করেন। তাই তার কাছে প্রত্যাশা করেন দীপাবলীর দিনে। আর তার আশা এইসব বিষয় গুলি তিনি যথাযথ চেষ্টা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});